বছর শুরুর দিনেই ফের রক্তাক্ত হল আমেরিকা! বুধবার ভোরে জনতার ভিড়ে ঠাসা একটি রাস্তায় দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ঢুকে পড়ার এবং এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল এক বেপরোয়া চালকের বিরুদ্ধে। এই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। আহত হয়েছেন কমপক্ষে আরও ৩০ জন। ঘটনাটি ঘটেছে আমেরিকার লুইসিয়ানা সিটির নিউ অরলিন্সের বারবন স্ট্রিটে।
বিবিসি-এর পক্ষ থেকে এই ঘটনা সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সেই অনুসারে - হঠাৎই ওই গাড়িটি প্রবল গতিতে জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। তারপর সেই গাড়ির চালক বাইরে বেরিয়ে আসে এবং জনতাকে লক্ষ করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। সেখানে উপস্থিত পুলিশকর্মীরাও দ্রুত ওই হামলার জবাব দেন এবং হামলাকারীকে লক্ষ করে গুলি চালাতে শুরু করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা অসংখ্য মানুষকে রক্তাক্ত ও জখম অবস্থায় রাস্তায় পড়ে আতর্নাদ করতে দেখেছেন! তাঁদের মধ্যে অনেকেই গুরুতর জখম ছিলেন।
নিউ অরলিন্স পুলিশের এক মুখপাত্র সিবিএস নিউজকে জানিয়েছেন, 'প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি গাড়ি ভিড়ে ঠাসা রাস্তায় ঢুকে পড়ে। এই ঘটনায় ঠিক কতজন হতাহত হয়েছেন, সেটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে, মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।' এই ঘটনার পর আপদকালীন পরিষেবা বিভাগের তরফ থেকে আমজনতার উদ্দেশে নির্দেশ দেওয়া হয়, যাতে তাঁরা ঘটনাস্থল এড়িয়ে অন্য রাস্তা দিয়ে যাতায়াত করেন।
ঘটনাস্থলের যে ফুটেজ ইতিমধ্য়েই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে প্রচুর পুলিশের গাড়ি, অ্যাম্বুল্যান্স প্রভৃতি এসে পৌঁছেছে। প্রচুর মানুষকে দেখা গিয়েছে ভীত, সন্ত্রস্ত অবস্থায় এলাকা ছেড়ে ধীরে ধীরে থেকে বেরিয়ে যেতে।
কিন্তু, কী কারণে এই হামলার ঘটনা ঘটানো হল, সেটা এখনও স্পষ্ট নয়। পুলিশ বা প্রশাসনের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছুই বলা হয়নি।
প্রসঙ্গত, নিউ অরলিন্স লুইসিয়ানা সিটির একটি অত্যন্ত জনপ্রিয় পুর্যটন কেন্দ্র। নিউ ইয়ার সেলিব্রেট করতে বহু মানুষ সেখানে ভিড় জমিয়েছিলেন। সেখানে কীভাবে এই ঘটনা ঘটল, তা বুঝে উঠতে পারছেন না ঘটনাস্থলে উপস্থিত মানুষজন। বছর শুরুর দিনেই এমন ঘটনায় আমেরিকায় ফের একবার শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে।
লুইসিয়ানার গভর্নর জে ল্য়ান্ড্রি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'প্রত্যেক আক্রান্তের জন্য প্রার্থনা করছি। ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক।'