বাংলা নিউজ > ঘরে বাইরে > পাকিস্তানে গুলি করে খুন ২ শিখ ব্যবসায়ীকে, তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজের
পরবর্তী খবর
সংখ্যালঘুদের জন্য নিরাপদ স্থান নয় পাকিস্তান। আরও একবার প্রমাণ হল এই কথা। ফের জঙ্গিদের হামলায় পাকিস্তানে খুন হলেন শিখ সম্প্রদায়ের দুই ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম পাকিস্তানের আফগানিস্তান সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখওয়া প্রদেশে। জানা গিয়েছে, বন্দুকধারীরা ৪২ বছর বয়সি শলজিৎ সিং এবং ৩৮ বছর বয়সি রণজিৎ সিংকে রবিবার সকালে গুলি করে খুন করে। পেশোয়ার থেকে প্রায় ১৭ কিমি দূরে বাটাতল বাজার এলাকায় মশলার দোকান ছিল মৃত দুই শিখ ব্যক্তির। (আরও পড়ুন: লালসা সংবরণে ব্যর্থ রাষ্ট্রদূত, লজ্জায় মুখ ঢেকে চাকরি খোয়ালেন পাক কূটনীতিক)