দিল্লির হাইপ্রোফাইল এই মামলায় ইতিমধ্যেই এক জঙ্গল এলাকায় নিয়ে গিয়ে আফতাবকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে সে কোথায় ফেলেছে শ্রদ্ধার দেহের বাকি খণ্ড তা নিয়ে জানতে চায় পুলিশ। তবে আফতাবের বলা কোনও তথ্যেই তদন্তের কিনারা হচ্ছে না বলে খবর। আর সেই কারণেই নারকো টেস্ট করার পথে হেঁটেছে পুলিশ।