টাটা গোষ্ঠীর মালিকানাধীন এয়ার ইন্ডিয়া ফের একবার খবরে! এবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ঘিরে এক ঘটনার জেরে শিরোনামে এয়ার ইন্ডিয়া। সদ্য ভোপাল থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিজেপির এই বর্ষীয়ান নেতার অভিযোগ, বিমানে তাঁকে ভাঙা চেয়ারে বসতে দেওয়া হয়। এরপরই এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে সরব হন শিবরাজ সিং চৌহান।
ভোপাল থেকে দিল্লিতে কিষাণ মেলায় উদ্বোধন উপলক্ষ্যে সফর করছিলেন শিবরাজ সিং চৌহান। কুরুক্ষেত্রে ন্যাচারাল ফার্মিং মিশনেরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক সহ একাধিক কর্মসূচি ছিল তাঁর। সেই সফরে তিনি যাত্রা করেছিলেন এয়ার ইন্ডিয়ার বিমানে। আর সেখানেই কেন্দ্রীয় মন্ত্রীকে ভাঙা সিট দেওয়া হয়েছিল বসার জন্য, বলে অভিযোগ। এক পোস্টে শিবরাজ সিং চৌহান লেখেন,' আজ আমাকে ভোপাল থেকে দিল্লি আসতে হয়েছিল, পুসায় কিষাণ মেলার উদ্বোধন করতে.., কুরুক্ষেত্রে প্রাকৃতিক কৃষি মিশনের সভা করতে এবং চণ্ডীগড়ে কিষাণ সংস্থার প্রতিনিধিদের সাথে আলোচনা করতে। আমি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর এআই ৪৩৬-এ একটি টিকিট বুক করেছিলাম, আমাকে সিট নম্বর ৮সি বরাদ্দ করা হয়েছিল।'
( Sambhal Violence: সম্ভাল দাঙ্গায় দাউদ, ISI-ঘনিষ্ঠের যোগ! UAEতে তৈরি হয়েছে হিংসার প্লট, চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য)
কেন্দ্রীয় মন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন,' আমি সেখানে বসি একটি নির্ধারিত আসনে, যে আসন ভাঙা ছিল, আর ভেঙে তা ঢুকে যাচ্ছিল। বসতে অস্বস্তি হচ্ছিল।' এয়ার ইন্ডিয়ার পরিষেবায় ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী আরও লেখেন,' অস্বস্তিকরভাবে বসাটা নিয়ে আমি ভাবিনা। তবে কোনও যাত্রীকে অস্বস্তিকর ও খারাপ আসনে বসতে দেওয়াটা অনৈতিক, যেখানে আপনি পুরো টাকাটা নিচ্ছেন (টিকিটের ভাড়া হিসাবে)। এটা কি যাত্রীদের সঙ্গে প্রতারণা নয়?' শিবরাজ সিং চৌহান জানান, তাঁর অবস্থা দেখে, তাঁর সহযাত্রীরা নিজেদের আসন ছড়ে দিয়ে তাঁর আসনের সঙ্গে পাল্টাপাল্টি করতেও এগিয়ে আসেন। তবে অন্যদের অসুবিধা তিনি করবেন না, এমনটা ঠিক করে ফেলেছিলেন বলে জানিয়েছেন শিবরাজ। কেন এয়ার ইন্ডিয়ার বিমানে এমন সিটের অবস্থা? একথা তিনি স্টাফদেরও জিজ্ঞাসা করেন বলে জানা যায়। তাঁরা জানিয়েছেন ম্যানেজমেন্ট বিষয়টি জানেন, আর এই সিটগুলির টিকিট বিক্রি হওয়ারও কথা নয়। একধাপ এগিয়ে টাটার প্রতি ক্ষোভ উগরে দেন শিবরাজ সিং চৌহান। তিনি পোস্টে লেখেন,'আমার ধারণা ছিল যে টাটা ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার পরে এয়ার ইন্ডিয়ার পরিষেবার উন্নতি হবে, কিন্তু এটি আমার ভুল ধারণায় পরিণত হয়েছে। '