'মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে পাল্টা শুল্ক আরোপ করা উচিত ভারতের।' ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠলেন বর্ষীয়ান কংগ্রেস সাংসদ শশী থারুর।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন। ফলে ভারতীয় পণ্যের উপর মোট শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশ। (আরও পড়ুন: কংগ্রেসের ওপর দোষও চাপাতে পারবেন না, ট্রাম্পের ৫০% শুল্ক নিয়ে মোদীকে তোপ খাড়গের)
আরও পড়ুন: ভারতের ওপর ৫০% শুল্প চাপিয়ে রাশিয়ার যুদ্ধ থামাতে পারবেন? মুখ খুললেন ট্রাম্প
এই পদক্ষেপকে সরাসরি 'দ্বিচারিতা' বলে উল্লেখ করেছেন এবং ভারতকে পাল্টা ব্যবস্থা নেওয়ার পরামর্শও দিয়েছেন কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর। তিনি বলেন, ''ইউরেনিয়াম, প্যালেডিয়ামের মতো বিভিন্ন জিনিস মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই রাশিয়া থেকে আমদানি করছে। ওরা চিনকেও ৯০ দিনের জন্য ছাড় দিয়েছে। অথচ চিন আমাদের চেয়ে অনেক বেশি রুশ তেল আমদানি করে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট দ্বিচারিতা করছে।' এরপর তিনি বলেন, 'আমার মনে হয়, এই পরিস্থিতিতে আমাদের অন্যান্য বাণিজ্য অংশীদারদের দিকে আরও বেশি করে নজর দিতে হবে।' তাঁর কথায়, 'আগামী তিন সপ্তাহের মধ্যে যদি কোনও পরিবর্তন না হয় তবে আমাদেরও একই হারে শুল্ক আরোপ করা উচিত।' (আরও পড়ুন: 'নত হবে না ভারত', ট্যারিফ নিয়ে বার্ত গোয়েঙ্কার, 'সুযোগ' দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা)
আরও পড়ুন: 'শুল্ক শুল্ক খেলায়' নিজের দেশের পকেট কেটে উল্লাসে ফেটে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প!
থারুর আরও বলেন, 'এটি ভারতের জন্য ক্ষতিকর হবে, কারণ অন্যান্য দেশ যেমন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, বাংলাদেশ এবং পাকিস্তান তাদের পণ্যের উপর কম শুল্ক আরোপ করে, ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্য বিক্রি কঠিন হয়ে পড়বে।' তিনি সতর্ক করে বলেন, 'যদি অন্য দেশে সস্তায় পণ্য পাওয়া যায়, তবে মার্কিন ক্রেতারা ভারতীয় পণ্য কেনার পরিবর্তে সেই দেশগুলোর পণ্য কিনবে। ভারত এখন অন্য বাজারে বাণিজ্য সম্প্রসারণে মনোনিবেশ করতে হবে। আমরা ব্রিটেনের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি, এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা চলছে। তবে, এই পরিসরে সাফল্য আসার আগে, স্বল্পমেয়াদে এই শুল্ক বৃদ্ধি ভারতের জন্য একটি বড় ধাক্কা।' (আরও পড়ুন: 'অনেক মূল্য দিতে হবে জানি, তবে ভারত প্রস্তুত আছে', শুল্ক যুদ্ধের আবহে বললেন মোদী)
আরও পড়ুন: ট্রাম্প মুখে ৫০% বললেও ভারতের ওষুধ ও ফোনের ওপর শুল্ক শূন্য, পেট্রোপণ্য ৬.৯ শতাংশ
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'কৃষকদের স্বার্থ আমাদের অগ্রাধিকার। ভারত কখনোই তার কৃষক, পশুপালক এবং মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না। এবং আমি জানি যে এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বিশাল মূল্য দিতে হবে, কিন্তু আমি প্রস্তুত আছি। দেশের কৃষক, মৎস্যজীবী এবং পশুপালকদের স্বার্থরক্ষায় ভারত সদা প্রস্তুত।'