পুনেতে শিল্পপতি অতুল চোরদিয়ার বাড়িতে শরদ পাওয়ার ও অজিত পাওয়ারের সাক্ষাৎ নিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে বেশ কিছুটা আলোড়ন পড়ে যায়।
শরদ পাওয়ার। (ANI Photo)
মারাঠা রাজনীতি প্রতিনিয়তই বিস্ফোরক মোড় নিয়ে হাজির হয়! সদ্য জাতীয় রাজনীতিকরা কাছে চমক দিয়ে এনসিপির নেতা অজিত পাওয়ার যোগ দিয়েছেন বিজেপির জোট এনডিএতে। এদিকে, পার্টির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির একাংশ সদ্য বিরোধী INDIA জোটের সঙ্গে হাত মিলিয়ে পর পর হাইভোল্টেজ বৈঠকে অংশ নিয়েছে। এই পরিস্থিতির মাঝেই শোনা গিয়েছিল যে, ভাইপো অজিতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ার। আর তা নিয়েই এদিন মুখ খুললেন এনসিপির প্রতিষ্ঠাতা।
শরদ পাওয়ার এদিন সাফ বলেন,' আমার ভাইপোর সঙ্গে সাক্ষাতে কী সমস্যা রয়েছে? পরিবারের একজন বর্ষীয়ান যদি পরিবারের আরও এক সদস্যের সঙ্গে দেখা করেন, তাতে সমস্যার কী আছে? এটি কোনও ইস্যু হওয়ার কথা নয়।' এরই সঙ্গে শরদ পাওয়ার বলেন, ‘উনি আমার ভাইপো(অজিত পাওয়ার), আমি পরিবারের সবচেয়ে সিনিয়র সদস্য।’ প্রসঙ্গত, পুনেতে শিল্পপতি অতুল চোরদিয়ার বাড়িতে শরদ পাওয়ার ও অজিত পাওয়ারের সাক্ষাৎ নিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে বেশ কিছুটা আলোড়ন পড়ে যায়। এদিকে, সেই আলোড়নে আরও খানিকটা উস্কানি দিয়ে শরদ বলছেন,' এখনও পর্যন্ত এনসিপির সভাপতি হিসাবে আমার অবস্থান স্পষ্ট করে আমি বলছি, আমরা বিজেপির সঙ্গে যাচ্ছি না। ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনও যোগই এনসিপির রাজনৈতিক নীতির জন্য সঠিক নয়।' এরপরই শরদ পাওয়ার বলেন, ‘আমাদের কিছু শুভাকাঙ্খী চেষ্টা করেছিলেন, যাতে আমাদের অবস্থানে বদল আসে। তার জন্যই আমাদের সঙ্গে খোলাখুলি আলোচনা করা হয়েছিল।’
পুনেতে তাবড় শিল্পপতির বাড়িতে অজিত পাওয়ারের সঙ্গে শরদ পাওয়ারের কী নিয়ে বৈঠক হয়েছে, তা লাখ টাকার সওয়াল। একদিকে এনসিপি প্রতিষ্ঠাতা তথা মহারাষ্ট্রের তাবড় রাজনীতিবিদ শরদ, অন্যদিকে, তাঁর ভাইপো তথা মহারাষ্ট্রের বর্তমান উপমুখ্যমন্ত্রী অজিত। তাঁদের মধ্যে বৈঠক প্রসঙ্গে মুখ খুলে শিবসেনার উদ্ধব পক্ষের নেতা সঞ্জয় রাউত বলেছেন, শরদ পাওয়ার মূলত, অজিত পাওয়ারকে INDIA জোটে আহ্বান জানাতে গিয়েছিলেন। এদিকে শরদের নাতি রোহিত পাওয়ার বলেছেন, পরিবারের দুই সদস্যের সাক্ষাৎ কোনও দিক থেকেই অস্বাভাবিক ঘটনা কিছু নয়। প্রসঙ্গত, সামনেই রয়েছে মুম্বইতে INDIA জোটের বৈঠক। আর তার আগে শরদের সঙ্গে অজিতের সাক্ষাৎ, বেশ কিছুটা নজর কেড়েছে।