1 মিনিটে পড়ুন Updated: 24 Feb 2025, 07:48 AM ISTSritama Mitra
New Political Party from Former Members of Jamaat-e-Islami: জম্মু ও কাশ্মীরে জামাত এ ইসলামির প্রাক্তনীদের একাংশের তরফে এক নতুন রাজনৈতিক দল তৈরির ঘোষণা।
কাশ্মীরের বুকে নয়া রাজনৈতিক দল তৈরির ঘোষণা জামাত-এ-ইসলামির প্রাক্তন সদস্যদের একাংশের। (PTI Photo) (PTI02_20_2025_000405A)
জম্মু ও কাশ্মীরে গত বছরের বিধানসভা নিষিদ্ধ জামাত-এ-ইসলামির সদস্যদের অনেকেই ভোটে লড়েছিলেন নির্দল প্রার্থী হিসাবে। তবে এবার সেই জামাত-এ-ইসলামির প্রাক্তনীদের একাংশ নতুন রাজনৈতিক দল ঘোষণা করলেন। নয়া এই রাজনৈতিক দলের নাম ‘কাশ্মীর জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রন্ট'। এই পার্টিকে মান্যতা দিতে ও তার চিহ্নকে মান্যতা দেওয়ার আর্জি জানিয়ে ইতিমধ্যেই সংগঠনের সদস্যরা আবেদন জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে।
ভূস্বর্গের রাজনীতিতে জামাত-এ-ইসলামির প্রাক্তন সদস্যদের একাংশের এই নয়া রাজনৈতিক ঘোষণা উঠে এল দক্ষিণ কাশ্মীর থেকে। প্রসঙ্গত, দক্ষিণ কাশ্মীরের কুলগাম, এই জামাতের জন্য় ছিল এককালের পোক্ত ঘাঁটি। জামাতের প্রাক্তন সদস্য শামিম আহমেদ ফ্রন্টের প্রেসিডেন্টও। তিনি বলছেন, তাঁরা নয়া আন্দোলন শুরু করে দিয়েছেন। তিনি বলছেন, ‘ আমরা নির্বাচনে হেরেছি বলে আমরা দুঃখিত নই, আমরা ২৬০০০ ভোট পেয়েছি... মানুষ আমাদের অনেক সমর্থন করেছে। ৩৭ বছর পর আমাদের জনগণ নিজেদের সংগঠিত করে আমাদের ভোট দিতে এগিয়ে এসেছেন।’ শমিম আহমেদ বলেন,' আমরা নির্বাচন কমিশনে আবেদন পাঠিয়েছি এবং দলটির জেডিএফ নামকে যাতে পরিচিতি দেওয়া হয় আর আমাদের দলের জন্য দাঁড়িপাল্লার প্রতীক বরাদ্দ করতে বলেছি।' তিনি সাফ জানাচ্ছেন, জম্মু ও কাশ্মীরের পরবর্তী ভোট তাঁদের আগামীর ফোকাস। সদস্যরা জানিয়েছেন, সমাজের বিভিন্ন স্তর থেকে শিক্ষিত মানুষদের নিয়ে এই পার্টিকে তাঁরা সমৃদ্ধ করতে চান। জানা গিয়েছে, আসন্ন রমজানে এই পার্টি আসছে।
জল্পনা, ওমর আবদুল্লা শাসিত কাশ্মীরে জামাতের এই রাজনৈতিক পার্টি গঠন ভূস্বর্গের রাজনীতিতে মেহবুবা মুফতির পিডিপির জন্য বড় ধাক্কা। এক প্রাক্তন সিনিয়র অফিসার বলছেন,কাশ্মীরের সামাজিক-রাজনৈতিক-ধর্মীয় ক্ষেত্রে এই নতুন রাজনৈতিক দল একটি মাইলস্টোন নিয়ে আসবে। এদিকে, শামিম বলছেন,' জামাত সমর্থকরা শৃঙ্খলিত। আমি একমত যে কিছু দল তাঁদের জন্য উপকৃত হয়েছে, কিন্তু এখন এটি পরিবর্তন হবে।' প্রসঙ্গত, গোটা জম্মু ও কাশ্মীরে জামাতের ৫ হাজারের বেশি সদস্য রয়েছেন। জানা যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলিতে জামাতের খুব পোক্ত সমর্থন রয়েছে। বাংলাদেশে গত অগস্টে নিষিদ্ধ ঘোষণা করা হয় জামাতকে। সেদেশে গত বছর শতাধিক মৃত্যু ও আন্দোলনের জেরে এই পদক্ষেপ হয়। পাকিস্তানে জামাত এখনও পোক্ত রাজনৈতিক শক্তি।