গৃহ ঋণের পরিকল্পনা করছেন? সেক্ষেত্রে রয়েছে সুখবর। চলতি মাসে রেকর্ড সস্তা হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গৃহঋণ। সুদের হার তো কমেছেই, সেই সঙ্গে মার্চে লাগছে না কোনও প্রসেসিং ফি-ও।বছরে ৬.৮ শতাংশ সুদ। হ্যাঁ, এতটাই কম থেকে শুরু হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হোম লোনের সুদের হার। লোনের বিভিন্ন ধরণ অনুযায়ী সামান্য বাড়তে বা কমতে পারে এই হার।বিভিন্ন ধরণ মানে? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গৃহ ঋণের ক্ষেত্রে রয়েছে বেশ কিছু প্ল্যান। উদাহরণস্বরূপ, SBI রেগুলার হোম লোন, SBI প্রিভিলেজ হোম লোন (সরকারি কর্মীদের জন্য), SBI শৌর্য হোম লোন (সেনাবাহিনীতে কর্মরতদের জন্য), SBI ম্যাক্স গেইন হোম লোন, SBI স্মার্ট হোম, SBI NRI হোম লোন, SBI ফ্লেক্সি পে হোম লোন (বড় অঙ্কের জন্য), SBI HerGhar হোম লোন (মহিলা আবেদনকারীদের জন্য)। এছাড়া টপ-আপ হোম লোন তো রয়েছেই।দেশে গৃহ ঋণের বাজারের প্রায় ৩৪ শতাংশই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দখলে। সম্প্রতি স্টেট ব্যাঙ্কের তরফে জানান হয়, গত বছর ডিসেম্বরে গৃহ ঋণের ক্ষেত্রে বৃদ্ধি রেকর্ড হারে হয়েছে। আর এই বিপুল চাহিদায় ভর করে গৃহ ঋণের ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করতে চাইছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।