SBI Annuity Deposit Scheme: এসবিআই অ্যানুইটি ডিপোজিট স্কিমে আমানতকারীরা এককালীন আমানত করেন। এর বিনিময়ে মেয়াদের উপর নির্ভর করে গ্রাহককে টাকা দেওয়া হয়। সমান মাসিক কিস্তিতে সুদের মাধ্যমে তা পাবেন।
ছবি সৌজন্য রয়টার্স
SBI Annuity Deposit Scheme : সুরক্ষিত বিনিয়োগ হিসাবে এখনও অনেকের প্রথম পছন্দ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিম। এই স্কিমের অধীনে, একজন আমানতকারীকে নির্দিষ্ট মেয়াদের ভিত্তিতে সুদ দেওয়া হয়। অন্যদিকে এসবিআই অ্যানুইটি ডিপোজিট স্কিমে ক্ষেত্রে বিষয়টি একটু অন্যরকম।
এসবিআই এফডি-তে, আমানতকারীকে এককালীন আমানত করতে হয়। মেয়াদ শেষ হওয়ার পরে এককালীন মেয়াদপূর্তি হয়।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট — onlinesbi.sbi অনুযায়ী, 'অ্যানুইটি ডিপোজিট স্কিমের অধীনে, একজন গ্রাহক এককালীন টাকা জমা করেন। এটি গ্রাহককে সমান সময়পর্বের মধ্যে সুদসহ পরিশোধ করা হয়। মাসিক কিস্তি আসলে এই মূল পরিমাণের অংশ। হ্রাসপ্রাপ্ত মূল পরিমাণের উপরে প্রযোজ্য সুদও অন্তর্ভুক্ত করা হয়। এই স্কিমের মাধ্যমে গ্রাহকরা এককালীন জমার প্রেক্ষিতে মাসিক অর্থপ্রাপ্তির পরিমাণ নির্দিষ্ট করতে পারেন। অর্থপ্রদান মাসের বার্ষিকীর তারিখে শুরু হবে। তেমন যদি না হয় ( ২৯, ৩০ এবং ৩১ তারিখ) সেক্ষেত্রে পরের মাসের ১ তারিখে দেওয়া হবে।'
এসবিআই এফডি এবং এসবিআই অ্যানুইটি ডিপোজিট স্কিমের মধ্যে পার্থক্য-এর ব্যাখা হিসাবে, এসবিআই-এর ওয়েবসাইটে বলা হয়েছে, 'ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে গ্রাহক একবার টাকা জমা করেন এবং মেয়াদপূর্তির তারিখে ম্যাচিওর টাকার পুরোটা পান। পর্যায়ক্রমিক ব্যবধানে সুদ প্রদান করা হয়। অ্যানুইটি আমানত এককালীন আমানত গ্রহণ করে এবং নির্বাচিত মেয়াদজুড়ে গ্রাহককে সুদসহ টাকা দেওয়া হয়, সমান মাসিক কিস্তিতে।'
SBI অ্যানুইটি ডিপোজিট স্কিম: সর্বনিম্ন এবং সর্বোচ্চ আমানত