বিজয় দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া বার্তায় জ্বলে পুড়ে গেল বাংলাদেশ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের ৯৩ হাজার সেনা। সেই নিয়ে গতকাল একটি টুইট করেছিলেন নরেন্দ্র মোদী। তবে ভারতীয় প্রধানমন্ত্রীর সেই বার্তা হজম করতে পারছেন না বাংলাদেশিরা। আর এরই মাঝে বাংলাদেশের ছাত্রনেতা সারজিস আলমের গলায় শোনা গেল মোদীর প্রতি শ্লেষ। (আরও পড়ুন: আওয়ামি লিগকে 'অগণতান্ত্রিক' ভাবে মুছে ফেলতে ছক বাংলাদেশে? ভোট নিয়ে উঠছে প্রশ্ন)
আরও পড়ুন: ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত মার্কিন মুলুক স্কুল, মৃত অন্তত ৫, চলছে তদন্ত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, 'এটা কোনও গুজরাট নয়, এটা বাংলাদেশ। এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না। এখানে গুজব ছড়িয়ে, মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। বাংলাদেশের সঙ্গে বিশ্বের সম্পর্ক হতে হবে সম্মানের, সমতার।' এদিকে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনও বিজয় দিবসে মোদীর টুইটের নিন্দা জানান এবং প্রতিবাদ করেন। সারজিস আলম আরও বলেন, 'একাত্তরে পারিবারিক মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন শেখ মুজিব। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছিলেন তিনি। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে গত ১৬ বছরে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিকদের হয় দালাল বানিয়েছেন, না হয় দাস বানিয়েছেন।'