বাংলা নিউজ > ঘরে বাইরে > Alexei Navalny: পুতিনের তীব্র সমালোচক নাভালনির সাজার মেয়াদ আরও ১৯ বছর বাড়ল
পরবর্তী খবর
Alexei Navalny: পুতিনের তীব্র সমালোচক নাভালনির সাজার মেয়াদ আরও ১৯ বছর বাড়ল
1 মিনিটে পড়ুন Updated: 05 Aug 2023, 11:18 AM ISTMD Aslam Hossain
এদিন সাজা ঘোষণার পরে নাভালনির সংস্কার তরফে একটি ফেসবুক পোস্টে জনতার উদ্দেশ্যে বলা হয়, ‘তারা আপনাদের ভয় দেখাতে চায় এবং আপনাকে প্রতিবাদ করার ইচ্ছা থেকে বঞ্চিত করতে চায়। ক্ষমতা দখলকারী, বিশ্বাসঘাতক এবং চোর একটি দলের কাছে লড়াই না করেই রাশিয়াকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হচ্ছে।’
অ্যালেক্সেই নাভালনি।
প্রখ্যাত রুশ বিরোধী নেতা এবং পুতিনের তীব্র সমালোচক অ্যালেক্সেই নাভালনির সাজার মেয়াদ আরও বাড়ল। শুক্রবার তাঁকে আরও ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ১১ বছর ধরে জেলে রয়েছেন অ্যালেক্সেই। ফলে আরও ১৯ বছর যুক্ত হওয়ার বলে তাঁর সাজার মেয়াদ বেড়ে হবে প্রায় ৩১ বছর। নাভালনির সংস্থার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিও এর সমালোচনা করেছে।
এদিন সাজা ঘোষণার পরে নাভালনির সংস্কার তরফে একটি ফেসবুক পোস্টে জনতার উদ্দেশ্যে বলা হয়, ‘তারা আপনাদের ভয় দেখাতে চায় এবং আপনাকে প্রতিবাদ করার ইচ্ছা থেকে বঞ্চিত করতে চায়। ক্ষমতা দখলকারী, বিশ্বাসঘাতক এবং চোর একটি দলের কাছে লড়াই না করেই রাশিয়াকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হচ্ছে। আপনারা প্রতিবাদ করার ইচ্ছা হারাবেন না।’ উল্লেখ্য, ইউক্রেনের ওপর হামলার পরেই বিরোধীদের দমানোর চেষ্টা করছে রুশ সরকার। তারপরেই এই পদক্ষেপ করা হয়েছে বলে মনে করছে বিশিষ্ট মহল। নাভালনির বিচার হয়েছে বন্ধ দরজার পিছনে আই কে ৬ পেনাল কলোনিতে। নাভালনিকে রাখা হয়েছে মস্কো থেকে প্রায় ২৫০ কিলোমিটার পূর্বে একটি কড়া নিরাপত্তা বিশিষ্ট জেলে। প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক হিসেবে বিখ্যাত নাভালনি। তিনি বহুদিন ধরেই দুর্নীতি নিয়ে সরব হয়েছেন।