প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মেক ইন ইন্ডিয়া'-র ভূয়সী প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের বক্তব্য, ভারতীয় অর্থনীতির উপর 'মেক ইন ইন্ডিয়া'-র যে ইতিবাচক প্রভাব পড়েছে, তা স্পষ্টতই বোঝা যাচ্ছে। রাশিয়ার সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটি নিউজের প্রতিবেদন উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই আরও জানিয়েছে যে রাশিয়ার শিল্পপতিদের মনোবল বাড়াতেও 'মেক ইন ইন্ডিয়া'-র উদাহরণ দেন পুতিন। যে মডেলের মাধ্যমে পশ্চিমী দুনিয়ার নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতির উপর কোনও প্রভাব পড়বে না।
আরও পড়ুন: রাজ্যের জন্য সুখবর! সুরাট মেট্রোর ৮৬৬ কোটি টাকার বরাত পেল টিটাগড় রেল সিস্টেমস
ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করে ভারতীয় সংবাদসংস্থা জানিয়েছে, মস্কোয় একটি অনুষ্ঠানের সময় পুতিন বলেন যে ‘কয়েক বছর আগে মেক ইন ইন্ডিয়ার ধারণা নিয়ে এসেছিলেন ভারতে আমাদের বন্ধুরা এবং রাশিয়ার খুব ভালো বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় অর্থনীতির উপর যে সেই বিষয়টির প্রভাব পড়েছে, সেটা দৃশ্যতই বোঝা যাচ্ছে।’ শুধু তাই নয়, রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার শিল্পপতি তথা ঘরোয়া উৎপাদকদের উৎসাহ প্রদান করতে ভারতের উদাহরণ তুলে ধরেন পুতিন; যাতে রাশিয়ার বিভিন্ন ব্র্যান্ড এবং পণ্যের উৎপাদন আরও বৃদ্ধি পায়। ছড়িয়ে পড়ে বিশ্বে।
আরও পড়ুন: PM Modi in Defence Expo: ‘এককালে ভারত পায়রা ছাড়ত, এখন আমরা চিতা ছাড়ছি’, ডিফেন্স এক্সপোতে মন্তব্য মোদীর