প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে অহিংস নীতির পক্ষে সওয়াল করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রজাতন্ত্র দিবসে একই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, হিংসার মাধ্যমে কোনও সমস্যার সমাধান হবে না।
আরও পড়ুন : Republic Day 2020: একাধিক প্রথমের সাক্ষী থাকল দিল্লির রাজপথ
দিল্লির রাজপথে কুচকাওয়াজের কারণে বছরের প্রথম 'মন কি বাত' নির্ধারিত সময়ে হয়নি। সন্ধ্যা নাগাদ 'মন কি বাত' হয়। সেখানে মোদী দাবি করেন, উত্তর-পূর্বে বিচ্ছিন্নতাবাদের সংখ্যা কমেছে। গত বছর ত্রিপুরাতে ৮০ জন হিংসার পথ ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরে এসেছেন। মোদীর কথায়, 'দেশবাসী এটা জেনে আনন্দিত হবেন যে উত্তর-পূর্ব বিচ্ছিন্নতাবাদ অনেকটাই কমেছে। কারণ সেই অঞ্চলের প্রতিটি বিষয় আলোচনার মাধ্যমে সৎ ও শান্তিপূর্ণভাবে মেটানো হয়েছে।'
আরও পড়ুন : Republic Day 2020: শক্তিপ্রদর্শন ভারতের, প্রথমবার অ্যাপাচে, চিনুক, ধানুষ শো
আলোচনার মাধ্যমে যে কোনও সমস্যা সমাধানের আর্জি জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'যাঁরা এখনও হিংসা ও অস্ত্রের মাধ্যমে সমস্যা সমাধানের রাস্তা খুঁজছেন, প্রজাতন্ত্র দিবসে তাঁদের কাছে আর্জি, সমাজের মূলস্রোতে ফিরে আসুন। সমস্যা সমাধানের জন্য দেশের ও নিজেদের ক্ষমতার উপর তাঁদের ভরসা রাখা উচিত।'