Pakistan Bangladesh Relation:মুক্তিযুদ্ধের দিন অতীত? ‘বাংলাদেশ আমাদের হারানো ভাই’, বলছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী-Report
1 মিনিটে পড়ুন Updated: 02 Jan 2025, 08:01 PM ISTমিডিয়া রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী।
মুক্তিযুদ্ধের রক্তাক্ত ইতিহাসের দিন পার করে বাংলাদেশে শেখ হাসিনা পরবর্তী আমলে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্কে উষ্ণতা দেখা যাচ্ছে। বেশ কিছু রিপোর্ট কিছুদিন আগেই দাবি করেছিল যে, আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই বাংলাদেশের মাটিতে ফের পা রাখবে পাকিস্তানের সেনা। আর বাংলাদেশ ও পাকিস্তানের সেনার যৌথ মহড়া হবে। এবার এল পাকিস্তানের বিদেশমন্ত্রীর থেকে বার্তা। ‘মিনট মিরর’র এখবর বলছেস পাকিস্তানের বিদেশমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই।
জানা যাচ্ছে, ইসলামাবাদের এক কূটনৈতিক সভায় পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশক দার এই মন্তব্য করেন। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা এবার শেষ হয়েছে পাকিস্তানের বলেও তিনি বার্তা দেন। এমনকি এক ধাপ এগিয়ে তিনি বলেন, পাকিস্তানের বিদেশমন্ত্রকের নীতি অনুযায়ী, তাঁরা আর্থিক কূটনৈতিক পথ অনুসরণ করবেন আসন্ন সময়ে বাংলাদেশের সঙ্গে। পাকিস্তানের বিদেশমন্ত্রী ছাড়াও, সেদেশের উপ প্রধানমন্ত্রীও এই ইশক দার। তিনি বলছেন, বাংলাদেশ, পাকিস্তানের সহযোগিতার মূল অংশীদার। এই সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ নিয়ে কথা বলা ছাড়াও ইশক দার ইজরায়েল ও গাজা নিয়েও কথা বলেন। ইজরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরুদ্ধে খোলাখুলিই তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি এই সাংবাদিক সম্মেলনে ফের একবার কাশ্মীর ইস্যু উত্থাপন করেন। সমস্ত আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি কাশ্মীর ইস্যুতে সরব হওয়ার ডাকও দেন।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের দীর্ঘ রাস্তা পার করে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়। এরপর থেকে পাকিস্তানের সঙ্গে তাদের কূটমৈতিক সম্পর্কে সেভাবে উত্থান দেখা যায়নি। সদ্য হত না সরাসরি বাণিজ্য। ২০০৯ সালে বাংলাদেশে হাসিনা সরকার আসতেই পাকিস্তান ও বাংলাদেশে আমদানি রপ্তানির প্রক্রিয়া সীমিত হয়। তবে সদ্য সেই সমস্ত পর্বকে অতীত করে, করাচি বন্দর থেকে সদ্য এক জাহাজ সামগ্রী নিয়ে নোঙর করে বাংলাদেশের চট্টোগ্রামে। এই পরিস্থিতির মাঝেই শোনা যাচ্ছে, বাংলাদেশের পাকিস্তানের সেনা পৌঁছে যৌথ মহড়ায় অংশ নেবে। সব মিলিয়ে দুই দেশের সখ্যতার মাঝে পাকিস্তানের বিদেশমন্ত্রীর বার্তা বেশ প্রাসঙ্গিক এশিয়ার কূটনীতির প্রেক্ষিতে।