
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন ঘুষের অভিযোগ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাব নিয়ে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'ভারতে আপনি তাঁকে জিজ্ঞেস করলে তিনি চুপ করে থাকেন। বিদেশের মাটিতে তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটা 'ব্যক্তিগত ব্যাপার'!
তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী আমেরিকাতেও গৌতম আদানির দুর্নীতির সামনে পর্দা টেনেছেন। মিত্রের পকেট ভরা যখন প্রধানমন্ত্রী মোদীর জন্য 'জাতি গঠন', তখন ঘুষ ও দেশের সম্পদ লুঠ শুধুই ব্যক্তিগত বিষয় হয়ে দাঁড়াবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে মোদীকে ঘুষ নেওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয়। "আমি কি জানতে পারি যে আপনি আজ এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানির মামলা নিয়ে আদৌ আলোচনা করেছেন কিনা, যাকে প্রধানমন্ত্রী মোদীর মিত্র হিসাবে দেখা হয়। প্রধানমন্ত্রী মোদী, আপনি কি ওই মামলায় ব্যবস্থা নিতে বলেছেন?'
প্রধানমন্ত্রী মোদী বলেন, 'প্রথমত, ভারত একটি গণতান্ত্রিক দেশ, এবং আমাদের সংস্কৃতি এবং আমাদের চিন্তাভাবনা দর্শন হ'ল, 'বসুধৈব কুটুম্বকম', যার মূল অর্থ হ'ল পুরো বিশ্ব একটি পরিবার।
আর এ ধরনের ব্যক্তিগত বিষয় নিয়ে দুই দেশের দুই নেতা একসঙ্গে বসে ব্যক্তিগত কোনো বিষয়ে আলোচনা করবেন না। জানিয়েছেন মোদী।
এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী আদানির বিরুদ্ধে ভারতের কর্মকর্তাদের ২৫ কোটি ডলারের বেশি ঘুষ দিতে সহায়তা এবং মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ এনেছে মার্কিন কৌঁসুলিরা। ২০ নভেম্বর প্রকাশিত পাঁচটি অভিযোগপত্রে সরকারি কৌঁসুলিরা অভিযোগ করেন, আদানি ভারতের সরকারি কর্মকর্তাদের শত শত কোটি ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব, অনুমোদন, অর্থ প্রদান ও ঘুষ দেওয়ার পরিকল্পনার অংশ ছিলেন। আদানি গোষ্ঠী অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে মার্কিন সফরে গিয়েও সাংবাদিক বৈঠকে সেই আদানির প্রসঙ্গ তুললেন এক সাংবাদিক। এনিয়ে সরাসরি কোনও জবাব দিতে চাননি মোদী।
৳7,777 IPL 2025 Sports Bonus