প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। তাতে যোগ দিয়েছেন কোটি-কোটি পুণ্যার্থী। তবে তা নিয়ে বিভিন্ন আপত্তিকর পোস্ট সোশ্যাল মাধ্যমে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। তার ভিত্তিতে বিভ্রান্তিকর বিষয়বস্তু ছড়ানোর অভিযোগে ১৪০টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ১৩টি এফআইআর দায়ের করেছে পুলিশ। মহাকুম্ভের ডিআইজি বৈভব কৃষ্ণ এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: 'ভাই আর নিতে পারছি না…' কুম্ভের ভিড়ে ঘরবন্দি প্রয়াগের বাসিন্দা, এবার বড় আবেদন!
কিছুদিন আগেই কুম্ভ মেলায় মহিলাদের স্নানের আপত্তিকর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বিক্রির অভিযোগ উঠেছিল।সেই ঘটনায় একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং একটি টেলিগ্রাম চ্যালেনের বিরুদ্ধে এফআইআর করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। তারপরেই এই ধরনের আপত্তিকর পোস্ট রোধে সামাজিক মাধ্যমে নজরদারি বাড়িয়েছে উত্তরপ্রদেশ পুলিশের সোশ্যাল মিডিয়া সেল। আরও বেশ কিছু অ্যাকাউন্টে ‘বিভ্রান্তিমূলক’ পোস্ট দেখেই তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেয় পুলিশ।
এদিকে, আগামী বুধবার ২৬ ফেব্রুয়ারি মহাকুম্ভের শেষদিন। মহাশিবরাত্রির কারণে ওই দিন ত্রিবেণী সঙ্গমে পূণ্যার্থীদের ব্যাপক সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে। সেই ভিড় নিয়ন্ত্রণে মেলা পুলিশ পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ডিআইজি। এছাড়া, মহাকুম্ভ মেলাকে ঘিরে যানজটের সমস্যা নতুন কিছু নয়। তার জন্যও পুলিশ প্রস্তুত বলে তিনি জানিয়েছেন।
ডিআইজি বলেন, ‘এলাকার কোথাও যাতে যানজট না হয়, সেজন্য চেষ্টা করা হবে। সমস্ত ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ তৎপর রয়েছে। যতই ভিড় হোক না কেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত।’ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন, এখনও পর্যন্ত ৬২ কোটি পুণ্যার্থী ইতিমধ্যেই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেছেন।