চাকরির ইন্টারভিউয়ের নাম করে পিজি বা হস্টেলে থাকত। এরপর আবাসিকদের ল্যাপটপ চুরি করে তা বিক্রি করে দিত। এরকমভাবেই বহু ল্যাপটপ বিক্রি করে দিয়েছিল চোর। শেষ পর্যন্ত ওই চোরকে গ্রেফতার করল পুলিশ। আসলে ওই চোর হল একজন মহিলা। একাধিক পিজি এবং হস্টেল থেকে বহু ল্যাপটপ চুরি করেছে সে। সবমিলিয়ে যার পরিমাণ হল ১০ লক্ষ টাকা। ল্যাপটপগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাটি বেঙ্গালুরুর। চোরের নাম জ্যাসি আগরওয়াল। সে রাজস্থানের বাসিন্দা।
আরও পড়ুনঃমোবাইল চুরির জন্য দেওয়া হত মাস মাইনে, আমদাবাদে ধৃত ২ চোর
জানা গিয়েছে, বিটেকে স্নাতক করার পর বেঙ্গালুরুরতে একটি তথ্য প্রযুক্তি কোম্পানিতে কাজে যোগ দিয়েছিল জ্যাসি। কিন্তু, কোভিডের সময় তার কাজ চলে যায়। এরপরেই চুরির ধান্দায় নেমে পরে জ্যাসি। চাকরির ইন্টারভিউয়ের নাম করে সে পিজিতে বা হস্টেলে থাকত। এরপর সেগুলি পুরনো বাজারে অল্প দামে বিক্রি করে দিত। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি. দয়ানন্দ বলেছেন, রাজস্থানের ওই তরুণীর কাছ থেকে ২৪ টি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় আরও তদন্ত চলছে।
তদন্তকারীরা জানতে পেরেছেন, যখন ঘর ফাঁকা থাকত সেই সুযোগে ল্যাপটপ বা মোবাইল চুরি করে নিত জ্যাসি। এরপর কয়েক সপ্তাহ পরে পিজি ছেড়ে দিত জ্যাসি। অথচ তাকে দেখে কারও কোনও সন্দেহ হতো না। এভাবেই একের পর এক ল্যাপটপ বা গ্যাজেট চুরি করে থাকে সে।