1 মিনিটে পড়ুন Updated: 16 May 2024, 09:18 PM ISTSatyen Pal
ঝড়ের মধ্য়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল হোর্ডিং। তার জেরে মৃত্যু হয় একাধিকজনের। এবার ধরা পড়ল সেই হোর্ডিংয়ের মালিক।
Ad
গ্রেফতার হোর্ডিং মালিক। এএনআই।
মুম্বইতে হোর্ডিং বিপর্যয়ের ঘটনায় হোর্ডিংয়ের মালিককে গ্রেফতার করল পুলিশ। মালিকের নাম ভবেশ ভিন্দে। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তাকে গ্রেফতার করেছে। খবর এএনআই সূত্রে। উদয়পুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে মুম্বই আনা হচ্ছে। হোর্ডিং ভেঙে অন্তত ১৪জনের মৃত্যু হয়েছিল।
এদিকে মুম্বইয়ে ঘাটকোপারের এই হোর্ডিং বিপর্যয়ের ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। ঠিক কী হয়েছিল?
মুম্বইয়ের উপকণ্ঠে অবস্থিত ঘাটকোপরে ঝড়ের জেরে ভেঙে পড়ে যায় এক বিশাল আকারের বিলবোর্ড। সেই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও আরও ৭৪ জন আহতকে হাসপাতালে ভরতি করা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, ভেঙে পড়ে সেই বিলবোর্ডটির ওজন প্রায় ২৫০ টন। এটি প্রায় ১০০ ফুট উঁচু ছিল। তবে নিয়ম অনুযায়ী, ৪০X৪০ আকারের থেকে বড় হোর্ডিংয়ের অনুমতি দেয় না পুরসভা। এদিকে এই হোর্ডিং যেখানে ছিল, তার পাশেই নাকি রেলের জমির ওপরে বিশাল আকারের আরও চারটি হোর্ডিং আছে। তবে ভারতীয় রেল সেই হোর্ডিংয়ের দায় নিতে অস্বীকার করেছে। এদিকে পুরসভা বলছে, বিগত এক বছরেরও বেশি সময় ধরে সেই হোর্ডিং নিয়ে তারা আপত্তি জানিয়ে চলেছে।