কবি কুমার বিশ্বাস। একসময়ে তিনি ছিলেন আপের প্রতিষ্ঠাতা সদস্য। বছর তিনেক আগে তিনি একটা ভিডিয়ো পোস্ট করেছিলেন। আপ কুপোকাত হতেই সেই ভিডিয়ো তিনি ফের পোস্ট করলেন। ২০২২ সালের পুরনো একটি ভিডিয়ো। সেই ভিডিয়ো তিনি ফের পোস্ট করেছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করা সেই ভিডিয়ো ব্যপক সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়।
সেই ভিডিয়োতে তিনি বলছেন 'সিদ্ধির গর্বে নিজেকে এত শক্তিশালী ভেবো না যে যাঁরা তোমাকে সিদ্ধি দিলেন তাঁদেরকেই চোখ পাকাতে শুরু করলেন। মনে রাখবেন আপনার প্রত্যেক সফলতার পেছনে কৃষ্ণের মতো অসংখ্য় মানুষ রয়েছেন যাঁদের অদৃশ্য শুভকামনার জন্য আপনি এই বিজয় রথে সওয়ার হতে পেরেছেন। যখন আপনার এটা মনে হবে যে আপনি নিজে নিজেই এটা পেয়েছেন তখন সেই সব মানুষদের কথা ভাবুন যাঁদের সহযোগিতা ছাড়া আপনার যাত্রা সহজ ছিল না।' অসাধারণ একটা ভিডিয়ো। সেই ভিডিয়োর প্রতিটি শব্দ মনের অন্দরে সাড়া জাগিয়ে দেয়। সেই ভিডিয়োর প্রতিটি শব্দ যেন অহঙ্কারি শাসককে মনে করায় যাঁদের জন্য় আপনি মসনদে বসেন তাঁদের কথা ভুলে যাবেন না।
দিল্লি বিধানসভা কেন্দ্র দখল করেছে বিজেপি। সেই ১৯৯৮ সাল থেকে ক্ষমতার বৃত্তের বাইরে ছিল বিজেপি। তবে এবার দিল্লি দখলকে একেবারে পাখির চোখ করে ফেলেছিল বিজেপি। অন্যদিকে আপের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি। কিন্তু নানাভাবে সেই দুর্নীতি চাপা দেওয়ার জন্য নানা মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছে আপ। তবে শেষ রক্ষা হল না।
দিল্লিতে একেবারে গেরুয়া ঝড়। দিল্লি বিধানসভা নির্বাচনে একের পর এক আসনে জয় পেল বিজেপি। কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল আপ। যে কেজরিওয়াল একটা সময় দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে ক্ষমতায় এসেছিল সেই কেজরিওয়ালকে জেলে যেতে হয়েছিল আবগারি দুর্নীতি মামলার জেরে।
ডঃ কুমার বিশ্বাস যে ভিডিয়ো পোস্ট করেছেন তার ক্যাপশানে তিনি লিখেছেন, অহংকার ঈশ্বরের খাদ্য।
কার্যত অহংকার যে মানুষের পতনের অন্য়তম কারণ সেটাই কার্যত মনে করিয়ে দিলেন কুমার বিশ্বাস। তিনি বলেছেন মনে রাখবেন আপনার এই সফলতার পেছনে কৃষ্ণের মতো অসংখ্য় মানুষ রয়েছেন যাঁরা চুপচাপ থেকে তাঁদের অদৃশ্য শুভকামনার জন্য আপনি এই বিজয়রথে সওয়ার হতে পেরেছেন। মনে করিয়ে দিয়েছেন তিনি সিদ্ধির গর্বে নিজেকে এতটা শক্তিশালী ভাববেন না যাঁরা আপনাকে সিদ্ধি দিলেন তাঁদেরই চ্যালেঞ্জ করতে শুরু করলেন।