Narendra Modi takes off for US: আমেরিকার উদ্দেশে উড়ে গেলেন মোদী, ঠাসা কর্মসূচিতে থাকছে কী কী? Updated: 20 Jun 2023, 08:32 AM IST Abhijit Chowdhury আজ আমেরিকার উদ্দেশে উড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ বিমানযাত্রার পর ভারতীয় সময়ে বুধবার ভোররাত দেড়টায় আমেরিকায় পা রাখবেন মোদী। তিনদিনের সফরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন মোদী। তাঁর এই সফরকালে স্বাক্ষরিত হতে পারে একাধিক ঐতিহাসিক চুক্তি।