সংসদের বাদল অধিবেশনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে মুখ খুললেন। প্রধানমন্ত্রী মন্তব্য করলেন, 'অপারেশন সিঁদুরের সাফল্যের মাধ্যমে বিশ্ব ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তি প্রত্যক্ষ করেছে।' এই অভিযানকে দেশের শক্তি এবং কৌশলগত সক্ষমতার প্রমাণ হিসাবে তুলে ধরেন মোদী। উল্লেখ্য, এই অপারেশন সিঁদুরে ২২ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর ১০ মে পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতের সময় 'মেড ইন ইন্ডিয়া' অস্ত্রের শক্তিও দেখিয়েছিল ভারত। এই আবহে ভারতের তৈরি অস্ত্রের প্রতি বিশ্বের আকর্ষণ বাড়ছে। (আরও পড়ুন: ২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণে দোষী সাব্যস্ত ১২ জনকে বেকসুর খালাস করল হাইকোর্ট)
আরও পড়ুন: হোয়াইট হাউজে ওবামাকে 'গ্রেফতার' FBI-এর! ভিডিয়ো পোস্ট ট্রাম্পের
প্রধানমন্ত্রী মোদী বাদল অধিবেশনকে জাতির জন্য একটি গর্বিত মুহূর্ত বলে অভিহিত করেন। অধিবেশনের আগে বিশ্ব মঞ্চে ভারতের উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরেন। তিনি মহাকাশচারী শুভাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ঐতিহাসিক যাত্রার উল্লেখ করেন। এই মহাকাশ অভিযানকে জাতীয় গর্বের উৎস হিসাবে উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী দেশীয় প্রতিরক্ষা উৎপাদনের তাৎপর্যের কথাও উল্লেখ করে বলেন, 'অপারেশন সিঁদুরে ব্যবহৃত অস্ত্রগুলি ভারতে তৈরি। এবং এখন সেগুলি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে।' তিনি বলেন, 'ভারত এই অভিযানে তার ১০০ শতাংশ লক্ষ্য অর্জন করেছে। প্রতিরক্ষা ক্ষমতা এবং স্বনির্ভরতা উভয় ক্ষেত্রেই ক্রমবর্ধমান শক্তি হিসাবে দেশের খ্যাতি আরও শক্তিশালী করেছে অপারেশন সিঁদুর।' (আরও পড়ুন: আমদাবাদে ভেঙে পড়া বোয়িং ৭৮৭-এর ডেলিভারি নেওয়া ক্যাপ্টেন যুক্ত হলেন AAIB তদন্তে)