সফরের আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে 'নতুন ও উজ্জ্বল' অধ্যায়ের সূচনা করবে।
মরিশাসে পা রাখলেন মোদী, উদ্বোধন করবেন ভারতের টাকায় তৈরি ২০টিরও বেশি প্রকল্পের
দু'দিনের মরিশাসের রাষ্ট্রীয় সফরে পোর্ট লুইসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরকালে দ্বীপ রাষ্ট্রের ৫৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে যোগ দেবেন মোদী। এরই সঙ্গে ভারতের অর্থায়নে মরিশাসে বাস্তবায়িত হতে চলা ২০টিরও বেশি প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন মোদী। রিপোর্ট অনুযায়ী, এই সফরকালে মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম যৌথভাবে সিভিল সার্ভিস কলেজ ভবনের উদ্বোধন করবেন। ২০১৭ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুসরণ করে সিভিল সার্ভিস কলেজ ভবনটি আনুমানিক ৪.৭৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত হয়েছিল। (আরও পড়ুন: হাসিনা ও তাঁর পরিবারের কয়েক কোটি টাকা বাজেয়াপ্ত ঢাকার, পরিমাণ জানলে মুখ হাঁ হবে)
এদিকে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এরিয়া হেলথ সেন্টার এবং ২০টি কমিউনিটি প্রকল্পের ই-উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ২০টি প্রকল্পের মধ্যে রয়েছে ক্রীড়া পরিকাঠামোও। এই বিষয়ে মরিশাসে ভারতের হাই কমিশনার অনুরাগ শ্রীবাস্তব বলেন, 'আমাদের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট বলে কিছু আছে এবং এগুলো তৃণমূল পর্যায়ে ছোট ছোট প্রকল্প, যা খুব অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয়। এর মধ্যে কয়েকটি প্রকল্প ক্রীড়া ক্ষেত্রেও রয়েছে। আমরা ফুটবল মাঠ এবং এ জাতীয় অন্যান্য ক্রীড়া সুবিধা তৈরি করেছি।' এদিকে এই সফরের আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে 'নতুন ও উজ্জ্বল' অধ্যায়ের সূচনা করবে। (আরও পড়ুন: হাসিনার 'স্বপ্ন' ভুলে কি ভারতের সঙ্গে 'মানিয়ে গুছিয়ে' নেওয়ার বার্তা ইউনুসের?)
ভারিন্দেরা কনস্ট্রাকশন লিমিটেডের প্রজেক্ট ডিরেক্টর বলজিৎ শর্মা জানিয়েছেন, মরিশাসে যে সব প্রকল্প ভারতীয় অর্থায়নে বাস্তবায়িত হয়, তার অধিকাংশই তাঁদের সংস্থা তৈরি করে। তিনি জানান, মরিশাসে এখনও পর্যন্ত তাঁদের সংস্থা ৯৫৬টি আবাসন প্রকল্প, দুটি আঞ্চলিক স্বাস্থ্য কেন্দ্র এবং মেডিক্যাল ক্লিনিক, জওহরলাল নেহরু হাসপাতালের কিডনি প্রতিস্থাপন কেন্দ্র নির্মাণ করেছে। (আরও পড়ুন: ট্রাম্পে নেই ভরসা, মন্দার শঙ্কায় মার্কিন শেয়ার বাজারে ধস, প্রভাব পড়বে ভারতেও?)
উল্লেখ্য, মরিশাসের জনসংখ্যার প্রায় ৭০% ভারতীয় বংশোদ্ভূত, যাদের বেশিরভাগই হিন্দু। মরিশাস ভারতের বৃহত্তম বৈদেশিক সংস্কৃতি কেন্দ্র নিয়ে গর্ব করে এবং বিশ্ব হিন্দি সচিবালয়ের সদর দফতর। এছাড়াও ভারত এবং মরিশাসের মধ্যে অনেক সাংস্কৃতিক এবং রাজনৈতিক যোগ করেছে। ভারতের সাথে সম্পর্কের বিষয়ে মরিশাসে রাজনৈতিক ঐকমত্য রয়েছে। ব্রিটেনের কাছ থেকে চাগোস দ্বীপপুঞ্জের উপর মরিশাসের সার্বভৌমত্ব পুনরুদ্ধারে ভারত গত বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পর্দার আড়ালে থেকেই। এই আবহে ভারত মহাসাগরে দিল্লির সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর মধ্যে অন্যতম হল মরিশাস।