Modi on AI: ‘অফিসের ফেলনা জিনিস বিক্রি করেই ২৩ হাজার কোটি এসেছে', সংসদে মোদী দিলেন ‘ডবল এআই’ ভিশনের বার্তাও
1 মিনিটে পড়ুন Updated: 04 Feb 2025, 07:15 PM ISTসংসদে এদিনের ভাষণে তাঁর ‘ডবল এআই’র ভিশনের কথা বলেন নরেন্দ্র মোদী।
সংসদে এদিনের ভাষণে তাঁর ‘ডবল এআই’র ভিশনের কথা বলেন নরেন্দ্র মোদী।
তাঁর সরকারের আমলে কী কী প্রকল্প এসেছে, এবং তার ইতিবাচক দিক কী, তার খতিয়ান এদিন সংসদে দিয়েছেন মোদী। রাষ্ট্রপতির ভাষণের প্রেক্ষিতে ধন্যবাদসূচক ভাষণে সংসদে এদিন বিভিন্ন বিষয় উঠে আসে মোদীর ভাষণে। আর সেই ভাষণের মাঝে বহু জায়গায় আপ, কংগ্রেস সহ বিরোধীদের খোঁচা দিতেও ছাড়েননি প্রধানমন্ত্রী। মোদী তুলে ধরেন তিন তালাক থেকে ৩৭০ ধারা অবলুপ্তি, হর ঘর জল মিশনের কথা। তুলে ধরেন এআই নিয়ে তাঁর সরকারের নানান পদক্ষেপের কথা। তারই মাঝে জানান, কীভাবে সরকারি দফতরগুলি থেকে ফেলনা আবর্জনা সরিয়ে কেন্দ্রের ‘পরিচ্ছন্নতা অভিযান’কে এগিয়েও নিয়ে যাওয়া হয়েছে, আর সেই ফেলনা বিক্রি করে তা থেকে টাকাও এসেছে সরকারের ঘরে।
এমন ঘটনা সচরাচর বহু গৃহস্থেই দেখা যায়। বাড়ির ফেলনা আবর্জনা বিক্রি করে অনেক বাড়িতেই ঘর পরিচ্ছন্নও রাখা হয়, আর বিক্রি থেকেও আসে টাকা। সেই ঘটনার কথা মনে করিয়ে দিয়ে সংসদের ভাষণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,' আমাদের পরিচ্ছন্নতা অভিযান নিয়ে অনেকেই মশকরা করেছেম, যেন আমরা কোনও পাপ করে ফেলেছি… কিন্তু আজ, আমি সন্তুষ্টির সাথে বলতে পারি যে সাম্প্রতিক বছরগুলিতে, আমরা শুধু অফিস থেকে ফেলনা আবর্জনা (স্ক্র্যাপ) বিক্রি করে ২,৩০০ কোটি টাকা পেয়েছি। মহাত্মা গান্ধী ট্রাস্টিশিপের নীতি সম্পর্কে কথা বলতেন, তিনি বলেছিলেন যে আমরা ট্রাস্টি, এবং সম্পত্তি জনগণের এবং তাই আমরা প্রতিটি পয়সা সংরক্ষণ করার চেষ্টা করি এবং জনগণের জন্য ব্যবহার করি।'
এদিনের ভাষণে তাঁর ‘ডবল এআই’র ভিশনের কথা বলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন,' বিশ্ব জুড়ে এআই যখন খুবই ফ্যাশনেবল হয়ে গিয়েছে, তখন ভারতে রয়েছে ডবল এআইর ক্ষমতা। প্রথম AI টি Artificial Intelligence আর পরের AI টি Aspirational India।' এভাবেই এআইকে ব্যখ্যা করেছেন মোদী। তিনি জানান, চলতি বছরের বাজেটে ৫ হাজার নতুন টিঙ্কারিং ল্যাবের কথা রয়েছে। মোদী দাবি করেন, এআই নিয়ে বিশ্ব ভারতের দিকে তাকিয়ে।
এছাড়াও মোদী তাঁর ভাষণে, ১২ লাখ পর্যন্ত আয়কর ছাড় সহ সরকারের একাধিক পদক্ষেপের কথা তুলে ধরেন। আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও বক্তব্য রাখেন মোদী। আজ ‘ক্যানসার দিবস’ উপলক্ষ্যে মোদী বলেন,' ক্যানসার রোগীদের বহু ভোগান্তি পোহাতে হয়েছে। …এই বাজেটেও আমরা ক্যানসারের ওষুধ কমদামি করেছি।' এছাড়াও ১২ কোটি বাড়িতে ‘নল সে জল’ প্রকল্পের সুবিধা পৌঁছেছে বলেও সংসদে উল্লেখ করেন মোদী।