Paytm vs PhonePe: গত ২৮ জুলাই ফোনপে-র এক কর্মী হোয়াটসঅ্যাপে একটি ভিডিয়ো পান। তাতে দেখা যায়, Phonepe-এর একগুচ্ছ QR কোড পুড়িয়ে ফেলা হচ্ছে। আর তা করছেন এক Paytm কর্মী। এরপরেই সংস্থার উচ্চতর কর্তৃপক্ষকে জানান ওই কর্মী।
ফাইল ছবি: টুইটার
ওদের কর্মীরা আমাদের কোম্পানির QR কোডগুলো জ্বালিয়ে দিচ্ছে। Paytm-এর বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ আনল Phonepe। এমন মর্মে পেটিএম-এর তিন কর্মীর বিরুদ্ধে পুলিশি অভিযোগও দায়ের করেছে ফোনপে।
গত ২৯ জুলাই গ্রেটার নয়ডা এলাকার সুরাজপুর লখনওয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। তাতে PhonePe অভিযোগ করে যে, 'এই জাতীয় কাজ আমাদের সংস্থার সুনাম নষ্ট করার জন্য কোনও বৃহত্তর ষড়যন্ত্রের অংশও হতে পারে।' অভিযোগপত্রে দাবি করা হয়েছে, এর থেকে তাদের(Phonepe) 'আরও বেশি আর্থিক ক্ষতি হতে পারে।'
ঘটনার সূত্রপাত একটি ভিডিয়ো। গত ২৮ জুলাই ফোনপে-র এক কর্মী হোয়াটসঅ্যাপে একটি ভিডিয়ো পান। তাতে দেখা যায়, Phonepe-এর এক বাণ্ডিল QR কোডে পেট্রোল ছড়ানো হচ্ছে। তারপর তা পুড়িয়ে ফেলা হচ্ছে। এরপরেই সংস্থার উচ্চতর কর্তৃপক্ষকে জানান ওই কর্মী।
PhonePe, তার অভিযোগে দাবি করেছে, তাদের কোম্পানির সম্পত্তির ক্ষতি করার সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে এই কাজটি করা হয়েছে। সংস্থার দাবি, QR কোড পুড়িয়ে দেওয়া ব্যক্তিরা যে আসলে Paytm কর্মী, সেটাও শনাক্ত করতে পেরেছেন তাঁরা।