PayTM: গত ১০ বছরে ‘বিশ্বের সবচেয়ে খারাপ IPO’ পেটিএম, এক বছরে দাম কমেছে ৭৫% Updated: 24 Nov 2022, 07:35 PM IST Soumick Majumdar পেটিএম। দেশের ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের আইপিও করেছিল সংস্থা। তবে সেই সময় থেকেই অনেকে ভ্রু কুঁচকেছিলেন। মুনাফার পরিকল্পনাহীন কোনও সংস্থার ভ্যালুয়েশন কি আদৌ এত বেশি? প্রশ্ন তুলেছিলেন অনেকেই। সে ই প্রশ্নের উত্তর বাজার দিয়ে দিয়েছে, বলছেন সমালোচকরা।