এখন গোটা দেশে বিরোধীদের মধ্যে তৃতীয় বৃহত্তম দল তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৪২ আসনের মধ্যে ২৯টি আসন জিতেছে তৃণমূল কংগ্রেস। আর যদি তার সঙ্গে রাজ্যসভার আসন যোগ করা যায় তাহলে সর্বমোট তৃণমূল কংগ্রেসের এখন সাংসদ সংখ্যা ৪২। সুতরাং জাতীয় রাজনীতির অলিন্দে একটা বড় জায়গা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের। এতজন সাংসদকে বসতে দেওয়া নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে বলে অভিযোগ। সংসদে দলীয় কার্যালয়ে বসার জায়গার সমস্যা দেখা দিচ্ছে। আর তাই এবার সংসদে নিজেদের দলীয় দফতরের জন্য দুটি ঘরের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
এবার পুরনো সংসদ ভবন তথা ‘সংবিধান সদনের’ ২২ এবং ২৩ নম্বর ঘর দুটি তৃণমূল কংগ্রেসের সংসদীয় কার্যালয়ের জন্য বরাদ্দ করার দাবি জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই সবকিছুই হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনেই বলে সূত্রের খবর। আর এই বিষয়টি নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। সংসদের বাজেট অধিবেশন চলাকালীন নতুন সংসদ ভবনে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের জন্য বরাদ্দ ঘর ঘুরে দেখেন ডায়মন্ডহারবারের সাংসদ। আর তার পরই সেটা আকারে খুব ছোট বলে জানান তিনি। তাই ঘর বদল অথবা দুটি ঘরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলে যান। সেই মতো পদক্ষেপ করা হয়েছে।
আরও পড়ুন: রেস্তোরাঁয় বিমান বসুর উপস্থিতির ছবি নিয়ে বিতর্ক সোশ্যাল মিডিয়ায়, সৌজন্য দেখাল তৃণমূল
বড় ঘর না হলে এতজন সাংসদকে নিয়ে বৈঠক করা কার্যত অসম্ভব। এই বিষয়টি এখন উপলব্ধি করেই তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন বলে সূত্রের খবর। সেই চিঠিতে নতুন সংসদ ভবনের অন্দরে তৃণমূল কংগ্রেসের জন্য যে ঘর বরাদ্দ করা হয়েছে তাতে দলের লোকসভার ২৯ জন এবং রাজ্যসভার ১৩ জন সাংসদ মিলিয়ে মোট ৪২ জন সংসদের বসার জায়গা হচ্ছে না। এই কথা উল্লেখ করেই চিঠি লেখা হয়েছে। এখন তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের কার্যালয় রয়েছে পুরনো সংসদ ভবনের কুড়ি–বি নম্বর ঘরে। সেটা পরিবর্তন করে ২২ এবং ২৩ ঘর দেওয়া হোক বলে জানানো হয়েছে।
এখন তৃণমূল কংগ্রেসের দাবি স্পিকার ওম বিড়লা মানেন কিনা সেটাই দেখার বিষয়। আবার এই ঘর নিয়ে রাজনৈতিক সংঘাত তৈরি হয় কিনা সেটাও লক্ষ্য রাখছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। ২০২৪ লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে লোকসভায় চতুর্থ বৃহত্তম দল তৃণমূল কংগ্রেস। আর বিরোধী দলগুলির মধ্যে তৃতীয় বৃহত্তম দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এমনকী সংসদের উচ্চকক্ষ রাজ্যসভাতেও তৃণমূল কংগ্রেস তৃতীয় বৃহত্তম দল। তাই সংসদে বাড়তি ঘরের দাবি সঠিক বলেই মনে করছেন অনেকে।