ভারতের 'অপারেশন সিঁদুর’-র প্রত্যাঘাতে ধসে পড়েছে পাকিস্তানের স্টক মার্কেট।মধ্যরাতে ৯টি জঙ্গিঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আর এই হামলার জেরে হাহাকার পড়ে গিয়েছে বিনিয়োগকারীদের মধ্যেও। 'অপারেশন সিঁদূর'-এর কোপে এক ধাক্কায় প্রায় ৬ শতাংশ ধসে গিয়েছে করাচির স্টক এক্সচেঞ্জের সূচক। ফলে এই মুহূর্তে সব দিক থেকে কার্যত ধরাশায়ী ইসলামাবাদ। (আরও পড়ুন: 'অভি পিকচার বাকি হ্যা', বড় ইঙ্গিত ভারতের প্রাক্তন সেনাপ্রধানের)
আরও পড়ুন-কোথাও প্রশিক্ষণ, কোথাও আবার মগজধোলাই! ৯ জঙ্গি ঘাঁটিতে 'অপারেশন সিঁদুর’ স্ট্রাইক ভারতের
'অপারেশন সিঁদুর’-এর প্রভাব পাকিস্তান স্টক মার্কেটে
বুধবার সকালেই পাকিস্তানের মূল স্টক মার্কেটের সূচক করাচি ১০০ ৬২৭২ পয়েন্ট অর্থাৎ প্রায় ৬ শতাংশ পতন হয়। মঙ্গলবার যেখানে এই সূচক বন্ধ হয়েছিল তার থেকে নেমে এখন ট্রেড করছে ১০৭,০০৭.৬৮-এর স্তরে। গত ২২ এপ্রিল পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যুর পর থেকেই করাচি স্টক এক্সচেঞ্জের সূচক ৩.৭৫ শতাংশ ধসে গিয়েছিল। আর এদিকে ভারতের সেনসেক্স সূচক ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 'অপারেশন সিঁদুর’-এর পর এই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। আর এই উত্তেজনা নেতিবাচক প্রভাব ফেলেছে পাকিস্তানের স্টক মার্কেট বিনিয়োগকারীদের মনে। ২৩ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত করাচি স্টক এক্সচেঞ্জের সূচক ৩.৭৫ শতাংশ পতনে গিয়েছে। যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় এখন শুধু হাহাকার পাকিস্তানের শেয়ার বাজারে।
আরও পড়ুন: পহেলগাঁওয়ের পর 'ঘুমাচ্ছিল', আর অপারেশন সিঁদুরের পরপরই মুখ খুলল 'সজাগ' বাংলাদেশ
‘অপারেশন সিঁদুর’-এ বাড়ছে উত্তেজনা! মোদী-শাহের বৈঠক, ছুটি বাতিল বাহিনীর
অন্যদিকে, বুধবার সকালে ভারতের সেনসেক্স সূচক পতন দিয়ে দৌড় শুরু করলেও পরে ১০০ পয়েন্ট বেড়ে যায়। তবে অনিশ্চয়তার জেরে শেয়ার বাজারে ভোলাটিলিটি অনেক বেশি। এদিকে, পাকিস্তানকে প্রত্যাঘাতের পর ভারতের প্রতিরক্ষা বিভাগের কোম্পানিগুলির স্টকের দাম চড়চড় করে বেড়েছে। এদিন মাজাগন ডক শিপবিল্ডার্সের শেয়ারের দাম প্রায় ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ইন্ট্রা-ডে ট্রেডে হিন্দুস্তান এরোনটিক্সের শেয়ারের দাম ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৫৮৯ টাকা।অন্যদিকে, কোচিন শিপইয়ার্ডের শেয়ারের মূল্য ২ শতাংশ বেড়ে পৌঁছয় ১৫১১ টাকায়। ভারত ডায়নামিক্সের শেয়ারের দাম প্রায় ১.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।