
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রেজাউল এইচ লস্কর
সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের তিনটি মিটিংয়েই অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এদিকে ভারত সেই মিটিংয়ের আয়োজন করবে বলে খবর। তবে ঠিক কোন পর্যায়ে পাকিস্তান সেই মিটিংয়ে অংশ নেবেন তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।
এদিকে ২৯ মার্চ নিউ দিল্লিতে এসসিওর মিটিংগুলি আয়োজন করতে চলেছে ভারত। সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টামণ্ডলী ও নিরাপত্তা সংক্রান্ত শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন। ২৭-২৯ এপ্রিল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রীদের মিটিং হবে। অন্য়দিকে ৪-৫ মে গোয়াতে বিদেশমন্ত্রীদের মিটিং হবে। এসসিও সামিট হবে আগামী জুলাই মাসে। তার আগে এই মিটিংগুলো পর্যায় ভিত্তিতে করে নেওয়া হবে। তবে এই প্রথমবার ভারত এই মিটিংয়ের আয়োজন করছে। ২০১৭ সালে ভারত প্রথম এই গ্রুপে যোগ দিয়েছিল।
ওয়াকিবহাল মহলের মতে, ইসলামাবাদের তরফে নাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা এই মিটিংগুলিতে অংশ নেবে। ভারত ও পাকিস্তানের মধ্য়ে দ্বিপাক্ষিক সম্পর্কে নানা সমস্যা থাকা সত্ত্বেও তারা এই মিটিংয়ে অংশ নেবে।
ওয়াকিবহাল মহলের মতে, আসন্ন মিটিংগুলিতে অংশগ্রহণ করার ব্যাপারে পাকিস্তানের তরফে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঠিক কোনও পর্যায়ে তারা অংশ নেবেন তা এখনও ঠিক হয়নি। অর্থাৎ সশরীরে উপস্থিত হয়ে তারা অংশগ্রহণ করবেন নাকি ভার্চুয়াল মাধ্যমে তারা অংশ নেবেন তা নিয়ে এখনও জানা যায়নি।
অন্য়দিকে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি অথবা বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার সরাসরি এই মিটিংয়ে উপস্থিত থাকবেন কি না তা জানা যায়নি।
তবে এসসিও এনএএর মিটিংয়ে সম্ভবত পাকিস্তান তাদের পদস্থ আধিকারিকদের পাঠাতে পারে। প্রতিরক্ষামন্ত্রকের তরফে তারা আসতে পারেন। অথবা ন্যাশানাল সিকিউরিটি কাউন্সিলের তরফে তারা আসতে পারেন। তাদের এনএসএ বর্তমানে শূন্য় রয়েছে। এদিকে ইমরান খান যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তখন মোইদ ইউসুফ ওই পদে বসেছিলেন। তিনি ২০২১ সালের মে মাস থেকে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত ওই পদে ছিলেন। ইমরান খান পদ থেকে সরে যাওয়ার পরে ইউসুফও ওই পদ থেকে সরে যেতে বাধ্য় হন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports