আগ্রার বিখ্যাত ফতেহপুর সিক্রি এবার খবরে। সেখানে সলিম চিশতির দরগার বাইরে বাদশাহী গেটের কাছে অবস্থিত রয়েছে বাবা দারোগা (হজরত দিওয়ান শাহ)এর মাজার। আর সেই মাজারের একটি পিলারে বুধবার সকালে একটি ভাঙনের চিহ্ন দেখা গিয়েছে। এই মাজারে কে বা কারা এই পিলান ভেঙেছে, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। এলাকায় ঘটনা নিয়ে রয়েছে নানা প্রশ্ন, চাঞ্চল্য।
ইতিমধ্যেই উত্তরপ্রদেশে বারাণসীতে জ্ঞানবাপী মসজিদ ঘিরে বিতর্ক তুঙ্গে রয়েছে। চলছে আইনি মামলা। সেই জায়গা থেকে আগ্রার ফতেহপুর সিক্রিতে মাজারের পিলারে এই ভাঙনের চিহ্ন নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছে। বুধবার রাতে ওই মাজারে কেউ বা কারা এই ভাঙচুর চালিয়েছে বলে মনে করছে পুলিশ। বিশ্ব হেরিটেজের তকমা পাওয়া এমন প্রাচীন এক ইমারতের ভিতরে নিরাপত্তা বলয় পেরিয়ে এই ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে রয়েছে প্রশ্ন। এদিকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যেই, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কেদারনাথ মন্দিরে নন্দীর পা ছুঁল পোষ্য কুকুর! ইউটিউবারের ভিডিয়ো ঘিরে বিতর্ক