আপনার যদি বার্ষিক ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় থাকে, তবে নতুন কর ব্যবস্থা বেছে নেওয়াই ভাল। কারণ ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর প্রযোজ্য হবে না। এর পাশাপাশি নতুন কর ব্যবস্থায় ৫০,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে। বাজেটে প্রস্তাবিত পরিবর্তন অনুসারে, নতুন কর ব্যবস্থার অধীনে ৭ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে কোনও কর আরোপ করা হবে না।তবে যাঁরা কোনও পরিবর্তন করেননি, যারা পুরানো শাসনে অব্যাহত রয়েছে, তাঁদের ক্ষেত্রে আগের নিয়মেই কর ছাড় দেওয়া হবে। আগের মতোই বিনিয়োগের ভিত্তিতে, HRA জাতীয় ভাতার ভিত্তিতে তাঁরা কর ছাড় পাবেন।ফলে পুরনো কর ব্যবস্থায় আপনি কোনও ছাড় না পেলে, সেক্ষেত্রে নতুন কর ব্যবস্থা বেছে নিতে পারেন।নতুন ব্যবস্থার অধীনে করদাতারা কিছু ছাড় পাবেন না। যেমন ট্র্যাভেল অ্যালাওয়েন্স, গৃহ ভাড়া ভাতা(HRA), টিউশন ফি এবং গৃহ ঋণের কারণে প্রাপ্ত কর ছাড়।নতুন আয়কর স্ল্যাব৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও কর আরোপ করা হবে না।৩-৬ লক্ষ টাকার মধ্যে আয়ের উপর ৫ শতাংশ কর দিতে হবে।৬-৯ লক্ষ টাকার মধ্যে আয়ের উপর ১০ শতাংশ কর দিতে হবে।৯-১২ লক্ষ টাকার মধ্যে আয়ে ১৫ শতাংশ হারে।১২-১৫ লক্ষ টাকার মধ্যে আয় ২০ শতাংশ হারে।১৫ লক্ষ টাকা বা তার বেশি আয়ের উপর ৩০ শতাংশ হারে কর দিতে হবে।পুরানো আয়কর স্ল্যাব২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে পুরানো কর ব্যবস্থার অধীনে কর থেকে অব্যাহতি পাবেন।২.৫ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে আয়ের উপর পুরানো কর ব্যবস্থার অধীনে ৫ শতাংশ হারে কর প্রযোজ্য হবে।৫ লক্ষ থেকে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়ের উপর পুরানো কর ব্যবস্থার অধীনে ১৫ শতাংশ হারে কর দিতে হবে।৭.৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা আয়ের উপর পুরানো ব্যবস্থায় ২০ শতাংশ হারে কর দিতে হবে।১০ লক্ষ টাকার বেশি ব্যক্তিগত আয়ের উপর ৩০ শতাংশ হারে কর দিতে হবে।নতুন বনাম পুরাতন কর ব্যবস্থা১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট ২০২৩ পেশ করার সময়ে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ৯ লক্ষ টাকা বার্ষিক আয়ের ক্ষেত্রে মাত্র ৪৫,০০০ টাকা দিতে হবে। এটি মোট আয়ের মাত্র ৫ শতাংশ। পুরানো নিয়মে তাঁকে যা দিতে হবে, তার তুলনায় এটি ২৫ শতাংশ কম।১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে শুধুমাত্র ১.৫ লক্ষ টাকা বা আয়ের ১০ শতাংশ দিতে হবে।পুরানো আয়কর নীতির অধীনে NPS-এ ৫০,০০০ টাকার ছাড় পাবেন।আয়কর বিভাগ এক নয়া ট্যাক্স ক্যালকুলেটর চালু করেছে। সেটি ব্যবহার করে আপনি নিজেই দেখে নিতে পারবেন, কোন নিয়মে আপনার লাভ বেশি হবে।