
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পয়লা এপ্রিল থেকে নয়া অর্থবর্ষ শুরু হয়েছে। আর নয়া অর্থবর্ষে নতুন ও পুরনো কর ব্যবস্থার মধ্যে বেছে নিতে হবে বেতনভোগীদের। আর মাত্র তিনদিন বাকি। ফলে শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নিন। কারণ এতে আপনার কর, বেতনে সরাসরি প্রভাব পড়বে। আপনার নিয়োগকারী আপনার সিদ্ধান্তের উপর ভিত্তি করেই কর কাটবে। তাই ভুল সিদ্ধান্ত নিলে আপনার আয়ে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। ফলে আপনি যদি এখনও দুই কর ব্যবস্থার মধ্যে কোনটি বেছে নেবেন, তাই নিয়ে বিভ্রান্ত থাকেন, সেক্ষেত্রে নিম্নলিখিত ৭টি বিষয় মাথায় রাখতে পারেন। এর ফলে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সহজতর হতে পারে।
আপনার যদি বার্ষিক ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় থাকে, তবে নতুন কর ব্যবস্থা বেছে নেওয়াই ভাল। কারণ ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর প্রযোজ্য হবে না। এর পাশাপাশি নতুন কর ব্যবস্থায় ৫০,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে। বাজেটে প্রস্তাবিত পরিবর্তন অনুসারে, নতুন কর ব্যবস্থার অধীনে ৭ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে কোনও কর আরোপ করা হবে না।
তবে যাঁরা কোনও পরিবর্তন করেননি, যারা পুরানো শাসনে অব্যাহত রয়েছে, তাঁদের ক্ষেত্রে আগের নিয়মেই কর ছাড় দেওয়া হবে। আগের মতোই বিনিয়োগের ভিত্তিতে, HRA জাতীয় ভাতার ভিত্তিতে তাঁরা কর ছাড় পাবেন।
ফলে পুরনো কর ব্যবস্থায় আপনি কোনও ছাড় না পেলে, সেক্ষেত্রে নতুন কর ব্যবস্থা বেছে নিতে পারেন।
নতুন ব্যবস্থার অধীনে করদাতারা কিছু ছাড় পাবেন না। যেমন ট্র্যাভেল অ্যালাওয়েন্স, গৃহ ভাড়া ভাতা(HRA), টিউশন ফি এবং গৃহ ঋণের কারণে প্রাপ্ত কর ছাড়।
নতুন আয়কর স্ল্যাব
পুরানো আয়কর স্ল্যাব
নতুন বনাম পুরাতন কর ব্যবস্থা
১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট ২০২৩ পেশ করার সময়ে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ৯ লক্ষ টাকা বার্ষিক আয়ের ক্ষেত্রে মাত্র ৪৫,০০০ টাকা দিতে হবে। এটি মোট আয়ের মাত্র ৫ শতাংশ। পুরানো নিয়মে তাঁকে যা দিতে হবে, তার তুলনায় এটি ২৫ শতাংশ কম।
১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে শুধুমাত্র ১.৫ লক্ষ টাকা বা আয়ের ১০ শতাংশ দিতে হবে।
পুরানো আয়কর নীতির অধীনে NPS-এ ৫০,০০০ টাকার ছাড় পাবেন।
আয়কর বিভাগ এক নয়া ট্যাক্স ক্যালকুলেটর চালু করেছে। সেটি ব্যবহার করে আপনি নিজেই দেখে নিতে পারবেন, কোন নিয়মে আপনার লাভ বেশি হবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports