‘দেশে কোভিডে মরেছে ৪০ লাখ’, অনুমান WHO-এর রিপোর্টে! ‘পদ্ধতিতে গলদ’, পালটা ভারতের
1 মিনিটে পড়ুন Updated: 17 Apr 2022, 08:22 AM ISTবিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস। তাতে দাবি করা হয়েছে, সরকারি হিসেবের আটগুণ বেশি মানুষ কোভিডে মারা গিয়েছে ভারতে।
