করোনা পজিটিভ ব্যক্তির গুরুতর শারীরিক সমস্যা না হলে হোম আইসোলেশনই নিয়ম। এতদিন, ১৪-১৫ দিনের হোম আইসোলেশনের পর ফের একবার করোনা টেস্ট করাতে হত আক্রান্তকে। তবে, এবার পাল্টাল সেই নিয়ম। হোম আইসোলেশনের পর Covid টেস্টের কোনও প্রয়োজন নেই বলে ঘোষণা করল কেন্দ্র।নয়া গাইডলাইনে হোম আইসোলেশনের বিষয়ে বিস্তৃত ব্যাখ্যাও করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কী ধরনের পথ্য ও ওষুধ গ্রহণ করতে হবে, তা জানানো হয়েছে। সেই সঙ্গে আক্রান্ত ব্যক্তির থেকে পরিবারের কারও সংক্রমণ কীভাবে রোধ করা যায়, সে কথাও বলা হয়েছে।গাইডলাইন অনুযায়ী, যে ঘরে কোভিড আক্রান্ত ব্যক্তি থাকবেন সেটি যেন খোলামেলা হয়। অর্থাত্ জানলা-দরজা দিয়ে যেন হাওয়া-বাতাস আসে। করোনা আক্রান্তকে সব সময়ে ত্রিস্তরীয় মাস্ক পরে থাকতে হবে। মাস্ক নোংরা হলেই বা ৮ ঘণ্টা পার হলেই ফেলে দিয়ে নতুন মাস্ক পরতে হবে।তবে, মাস্ক ফেলার সময়েও সাবধান হতে হবে। সেটি সোডিয়াম হাইপোক্লোরাইটে ধুয়ে, জীবাণুমুক্ত করে তবেই ফেলে দিতে হবে।এর পাশাপাশি আক্রান্ত ব্যক্তির যিনি দেখভাল করবেন, সেই পরিবারের সদস্যদের জন্যও নির্দেশিকা দিয়েছে কেন্দ্র। আক্রান্ত ব্যক্তির কাছে আসার সময়ে N95 মাস্ক পরা যেতে পারে। করোনা আক্রান্তের কোনও সময়ে শ্বাসকষ্ট শুরু হলেই চিকিত্সকের পরামর্শ নিতে বলা হয়েছে।