অগস্ট মাসের প্রথম দিন থেকেই বদলে যাবে ইউপিআই নিয়ম। পেটিএম, জিপে এবং অন্য অনলাইন পেমেন্ট সকলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা এনপিসিআই জানিয়ে দিয়েছে ১ অগস্ট থেকেই এই নয়া নিয়ম কার্যকরী করা হবে। এমন পরিস্থিতিতে, যদি আপনি এটি ব্যবহার করেন, তাহলে আপনার জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইউপিআই-র নিয়ম পরিবর্তন
১ অগস্টের পর, আপনি ইউপিআই অ্যাপের মাধ্যমে দিনে নির্দিষ্ট সীমার বেশি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন না।এই পরিবর্তিত নিয়ম ব্যবসায়ী থেকে শুরু করে ব্যাঙ্ক এবং ব্যবহারকারী সকলের জন্য প্রযোজ্য হবে।ইউপিআই-তে অটো-পে লেনদেনের সময় (যেমন বিল পেমেন্ট, ইএমআই এবং সাবস্ক্রিপশন) এখন কেবল নির্দিষ্ট স্লটেই সম্ভব হবে। রিপোর্ট অনুসারে, এই সময় সকাল ১০টার আগে বা দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে হবে। এছাড়াও, রাত ৯.৩০ টার পরেও স্লটটি স্থির থাকবে।
অগস্ট মাস থেকে আপনি ইউপিআই ব্যালেন্স চেক করতে পারবেন সারাদিনে ৫০ বার। এর থেকে বেশি আপনি চেক করতে পারবেন না। এর সঙ্গে সরাসরি সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যোগ থাকে। ফলে সেখান থেকে এই কাজের সংখ্যা বাড়ানো হয়েছে।
এনপিসিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, একদিনে আপনি কতবার ইউপিআই পেমেন্ট করতে পারবেন সেই দিকেও এবার জোর দেওয়া হবে। সেখানে যদি দিনে ২০ বার তার বেশি পেমেন্ট করা হয় সেখানে বাড়তি টাকা কেটে নেওয়া হতে পারে।
অগস্ট মাস থেকে আপনি ১ লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। তবে যদি আপনাকে ৫ লাখ টাকা বা তার বেশি পেমেন্ট করতে হয় তাহলে সেখানে স্বাস্থ্যক্ষেত্র এবং শিক্ষার দিক থেকে এটি করা যেতে পারে।
অটো পো ট্র্যানজকশনের ক্ষেত্রেও থাকছে নির্দিষ্ট সময় স্লট। আপনার লেনদেনের স্টেটাস দেখার ক্ষেত্রেও থাকছে অন্তত দেড় মিনিট তথা ৯০ সেকেন্ডের ব্যবধান থাকতে হবে। এবার থেকে মেনে চলতে হবে এই নিয়ম। ১ অগস্ট থেকে এই বদল কার্যকর হবে। এই নিয়ম না জানলে আপনিই পড়বেন বিপদে।
ইউজারের মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তালিকা এখন দিনে মাত্র ২৫ বার দেখা যাবে। এই তালিকা বার বার দেখার ফলে তৈরি হওয়া অপ্রয়োজনীয় এপিআই কল কমাতে এই নতুন নিয়মটি তৈরি করা হয়েছে।
এই সমস্ত নতুন নিয়মের জন্য কাউকে বিশেষ কিছু করতে হবে না। আপনার ইউপিআই থেকে এগুলি নিজে থেকেই আপডেট হয়ে যাবে। তবে নিজের সর্বোচ্চ লিমিট সর্বদাই নজরে রাখতে হবে। তবে যারা খুচরো ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম খানিকটা হলেও সমস্যা তৈরি করতে পারে। সেখানে নতুন নিয়ম শুরু হওয়ার পর সেখান থেকে আর কোন দিক উঠে আসে সেটাই দেখার।উল্লেখ্য, নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে ডিজিটাল ইন্ডিয়া গড়ার দিকে একের পর এক পদক্ষেপ নিয়েছে। আর সে কারণে জোর দেওয়া হয়েছে অনলাইন পেমেন্টের দিকে। ক্যাশলেস ইকোনমি গঠনে ইউপিআই লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এবার সেই ব্যবস্থা আরও কঠিন হতে চলেছে।
বর্তমানে প্রায় ৬০০ কোটির বেশি ইউপিআই লেনদেন হয়। সম্প্রতি অবশ্য ডিজিটাল লেনদেন নিয়ে নানান অভিযোগ শোনা গিয়েছে। এগুলো বেশি হয়েছে এপ্রিল ও মে মাসে। এরপর থেকে সতর্ক হয় প্রশাসন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা এনপিসিআই আবিস্কার করে এই সমস্যার নেপথ্যে অন্যতম কারণ হল গ্রাহকদের ব্যালেন্স চেক পদ্ধতি। সে কারণে এবার আসছে পরিবর্তন। এবার থেকে অর্থাৎ অগস্ট থেকে মানতে হবে নয়া নিয়ম।