Modi on Emergency: জরুরি অবস্থার ৪৮ বছর পূরণ, 'অন্ধকারময় অধ্যায় ভোলা যাবে না' টুইট মোদীর Updated: 25 Jun 2023, 02:33 PM IST Sritama Mitra বর্তমানে মিশর সফরে রয়েছেন মোদী। আর রবিবার তিনি টুইটারে জরুরি অবস্থা নিয়ে একটি পোস্ট করেন। পোস্টে লেখা রয়েছে ‘ইতিহাসের অবিস্মরণীয় সময় ছিল জরুরি অবস্থার দিনগুলি। সাংবিধানিক মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত ছিল এই সময়কাল। ’