New E-Commerce Draft Guidelines 2021: নয়া ই-কমার্স নীতি কার্যকর হলে খরচ বাড়বে প্রায় সকল সংস্থার। বিশেষত আমাজন (Amazon) এবং ফ্লিপকার্টকে (Flipkart) নতুন করে ঢেলে সাজাতে হতে পারে তাদের ব্যবসার কাঠামো। রয়টার্সকে এমনটাই জানিয়েছেন বিভিন্ন ই-কমার্স সাইটের আধিকারিকরা।গত সোমবার ই-কমার্সের জন্য নয়া খসড়া নীতিমালা প্রকাশ করে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক। তাতে বেআইনিভাবে হওয়া ফ্ল্যাশ সেল বন্ধের কথা বলা হয়। এর পাশাপাশি কমপ্লায়েন্স অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয় এই গাইডলাইনে। কোনও বিক্রতার ভুলে যাতে ক্রেতারা সুরক্ষা পান, সেটাই লক্ষ্য বলে জানায় কেন্দ্র।'নয়া নিয়মে ই-কমার্সের প্রায় সব ক্ষেত্রেই প্রভাব পড়বে। ব্যবসার খরচ বাড়বে। এ বিষয়ে সরকারকে তাদের আশঙ্কা জানাবে ছোট-বড় সংস্থাগুলি,' জানালেন আইনজীবী অর্জুন সিনহা।আগামী ৬ জুলাইয়ের মধ্যে নয়া প্রস্তাবনার জবাব দিতে বলা হয়েছে ই-কমার্স সংস্থাগুলিকে। সমস্ত দিক বিচার করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্র।ই-কমার্স সংস্থা স্ন্যাপডিল জানিয়েছে যে তারা এই নয়া নিয়মটির পর্যালোচনা করছেন। খাদ্যদ্রব্য সংক্রান্ত ই-কমার্স সাইট বিগ বাস্কেট এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি।দেশে তৈরি জিনিসকে প্রমোটঅন্যদিকে এই নয়া খসড়া নীতিমালার অন্যতম একটি দিক হল দেশে তৈরি জিনিসকে প্রমোট করার নিয়ম। সেখানে বলা হয়েছে ই-কমার্স সাইটে কোনও বিদেশী জিনিস দেখানো হলে তলায় তার দেশীয় বিকল্পের অপশনও দেখাতে হবে।ই-কমার্স সাইট নিজেই সেলার হতে পারবে নাঅন্যদিকে আরও একটি নীতিতে বেশ চাপে আমাজন ও ফ্লিপকার্ট। এই নীতিতে বলা হয়েছে, কোনও ই-কমার্স সাইটে সেই সংস্থাই নিজেরা সেলার হিসাবে কোনও জিনিস বিক্রি করতে পারবে না।এতে ফ্লিপকার্ট ও আমাজনের মতো সংস্থাগুলি চাপে পড়তে পারে। কারণ দুটি ক্ষেত্রেই সাইটের অন্যতম বড় সেলারের মালিকানাই দুই সংস্থার হাতে।ওয়াকিবহাল সূত্রে খবর, এই নিয়মের ফলে সমস্যার কথা কেন্দ্রকে জানাতে পারে দুই সংস্থা।আমাজনের তরফে বলা হয়, 'আমরা অনলাইন মার্কেট প্লেসে প্রতিযোগিতাকে ও স্বচ্ছতার পক্ষপাতি। ড্রাফট নীতিটির পর্যালোচনা করছি আমরা। এখনই এ বিষয়ে কিছু মন্তব্য করা উচিত্ হবে না।'এ বিষয়ে মন্তব্য করেনি ফ্লিপকার্ট।