‘মন কি বাত’ অনুষ্ঠানের ১১৯ তম পর্বে বক্তব্য রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি মাসের শেষ রবিবার এই অনুষ্ঠানে সম্প্রচারিত হয় দেশের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা। এদিনের অনুষ্ঠানে তিনি স্বাস্থ্য সম্পর্কে দেশবাসীকে সজাগ করার সঙ্গে সঙ্গেই দিয়েছেন ভোজ্য তেল খাওয়া ১০ শতাংশ কম করার পরামর্শ দেন। আজ দুবাইতে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যখন তুঙ্গে উত্তেজনা, তখন মোদীর ভাষণে উঠে এল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে বিজ্ঞানের প্রসঙ্গ। কী বললেন মোদী দেখা যাক।
ওবেসিটি নিয়ে সচেতন বার্তা মোদীর:-
নরেন্দ্র মোদী বলেন,'ফিট ও স্বাস্থ্যকর দেশ গড়ে তুলতে ওবেসিটির (মেদ বৃদ্ধি) সমস্যা সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে। গবেষণা অনুযায়ী, আজ প্রতি ৮ জনের মধ্যে একজন ওবেসিটির সমস্যায় ভুগছেন। গত কয়েক বছরে ওবেসিটির সমস্যা বেড়েছে। তবে সবচেয়ে বেশি চিন্তার বিষয় হল, শিশুদের মধ্যে ওবেসিটির সমস্যা ৪ গুণ বেড়েছে।' মোদী বলেন,' ফলে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন প্রতি মাসে ১০ শতাংশ তেল কম খাওয়ার। প্রতি মাসে তেল কেনার সময় ১০ শতাংশ কম করে হিসাব করে কিনতে পারেন, ফলে ওবেসিটি রুখতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। খাওয়ার অভ্যাসে অল্প পরিবর্তন আনলে শক্তিশালী রোগমূক্ত ও ফিট ভবিষ্যৎ তৈরি হবে।'
( Shanidev Astrology: কবে অস্ত যাচ্ছেন শনি? কৃপায় পকেট ভরতে পারে মেষ, কর্কট সহ বহু রাশির, জ্যোতিষমত রইল)
চ্যাম্পিয়ন্স ট্রফি ও স্পেস:-