1 মিনিটে পড়ুন Updated: 07 Mar 2023, 03:05 PM ISTSatyen Pal
ধৃতদের কঠোর শাস্তির দাবিতে স্থানীয়রা সরব হয়েছেন। তাদের দাবি এভাবে নিরীহ কাউকে খুন করে ফেলার ঘটনা মানা যায় না। এই ঘটনায় আরও কেউ যুক্ত কি না সেটা দেখা দরকার। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।
চলন্ত স্কুটিতে মহিলাকে চুমু খাচ্ছিলেন যুবক। প্রতীকী ছবি
ভয়াবহ ঘটনা গাজিয়াবাদে। স্কুটিতে বসে মহিলাকে চুমু খাচ্ছিলেন মণীশ কুমার নামে এক যুবক। এনিয়ে আপত্তি করেছিলেন বিরাট মিশ্র নামে অপর এক যুবক। তারপরেই মণীশ তার বন্ধুদের নিয়ে এসে বিরাটকে বেধড়ক মারধর শুরু করে। তার জেরেই মৃত্যু হয় বিরাটের।
বিরাট মিশ্র নামে ওই ব্য়ক্তি সাহিদাবাদ সবজি মার্কেটে হিসাব রক্ষকের কাজ করতেন। সকালের দিকে তিনি এই কাজ করতেন। সন্ধ্যায় তিনি জিমের ট্রেনার হিসাবে কাজ করতেন। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। কিন্তু ঘটনাটি ঠিক কী হয়েছিল?
সূত্রের খবর, মণীশ কুমার নামে এক যুবক এক মহিলার সঙ্গে স্কুটিতে যাচ্ছিলেন। তারা স্কুটিতে বসেই চুমু খাচ্ছিলেন। এনিয়ে আপত্তি জানিয়েছিলেন বিরাট। আর তার পরিণতিতেই ভয়াবহ ঘটনা।
প্রত্যক্ষদর্শী বান্টি কুমার এনিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। তিনি জানিয়েছেন মণীশ কুমার এক মহিলাকে স্কুটিতে বসিয়ে চুমু খাচ্ছিলেন। এনিয়ে বিরাট মিশ্র আপত্তি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এটি রেসিডেন্সিয়াল এলাকা। আপনি অন্য কোথাও যান। এরপরই মণীশ তার আরও সঙ্গীদের নিয়ে আসে। এরপর শুরু হয় মারধর। লাঠি, ইঁট দিয়ে বিরাটকে তারা আক্রমণ করা শুরু করে। এরপর বান্টি বাঁচানোর চেষ্টা করে। তখন তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরপর দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।