Peeing: ফের বিমানে প্রস্রাবকাণ্ড! ঘুমন্ত সহযাত্রীর গায়ে মূত্রত্যাগের অভিযোগ, ইউনাইটেড এয়ারলাইন্সে নিষিদ্ধ হলেন ব্যক্তি
1 মিনিটে পড়ুন Updated: 04 Jan 2025, 10:56 PM ISTচার ঘণ্টার বিমান সফরে ঘটনাটি বিজনেস ক্লাসে ঘটেছে বলে খবর।
চার ঘণ্টার বিমান সফরে ঘটনাটি বিজনেস ক্লাসে ঘটেছে বলে খবর।
বিমান যখন মাঝ আকাশে, তখনই ঘটে যায় কাণ্ডটি! এবার ঘটনা আমেরিকার বুকে। এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর সহযাত্রীর গায়ে মূত্রত্যাগের অভিযোগ ওঠে। এক ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানে তিনি স্যান ফ্রান্সিসকো থেকে যাচ্ছিলেন ফিলিপিন্স। ইউএ ফ্লাই ১৮৯ বিমানটি সেদিন স্যান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছিল। ঘটনা গতমাসের। চার ঘণ্টার বিমান সফরে সহযাত্রী জেরোম গুয়েতেরেজের গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে ব্যক্তির বিরুদ্ধে। এর জেরে তাঁকে ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানে চড়ার ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়।
জানা যায়, বিমানে ঘুমিয়ে পড়েছিলেন জেরোম গুয়েতেরেজ। সেই সময়ই অভিযুক্ত ওই বিমানযাত্রী জেরোমের গায়ে মূত্রত্যাগ করেন বলে অভিযোগ। ঘটনাটি বিজনেস ক্লাসে ঘটেছে বলে খবর। জেরোম গুয়েতেরেজের সঙ্গে ছিলেন তাঁর সৎমেয়ে নিকোল কোর্নেল। তিনি নিউ ইয়র্ক টাইমসকে বলেন,' তিনি ঘুমাচ্ছিলেন এবং আঁতকে উঠলেন… অবাক হয়ে গেলেন, যখন তিনি ওনার দিকে তাকিয়ে দেখলেন.. ভাবলেন তিনি মনে হয় স্বপ্ন দেখছেন।'
( 32 Years Without Bath: মহাকুম্ভে ভাইরাল ছোটু বাবা! ৩২ বছর স্নান করেননি কেন? প্রশ্ন শুনেই বললেন...)