Smuggler Arrested in Prayagraj: মহাকুম্ভে পূণ্য-ডুব দিতে পৌঁছেছিল ‘পলাতক’ পাচারকারী! পৌঁছল পুলিশও, হয়ে গেল গ্রেফতার
1 মিনিটে পড়ুন Updated: 27 Jan 2025, 03:45 PM ISTদেড় বছর ধরে পলাতক পাচারকারীকে প্রয়াগরাজ থেকে গ্রেফতার করল পুলিশ।
দেড় বছর ধরে পলাতক পাচারকারীকে প্রয়াগরাজ থেকে গ্রেফতার করল পুলিশ।
২০২৫ সালের মহাকুম্ভ ঘিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হচ্ছে রোজই। পূণ্যস্নানে সেখানে নিত্যই ভক্তের সমারোহ হচ্ছে। এই বিপুল জনপ্লাবনের মধ্যেই সদ্য এক পাচারকারীকে গ্রেফতার করে ফেলল পুলিশ। মহাকুম্ভে পূণ্যস্নানে ডুব দিতে গিয়ে ২২ বছরের প্রবেশ যাদব হল গ্রেফতার। তার বিরুদ্ধে গ্রেফতারি এড়িয়ে পালানোর অভিযোগ ছিল এক পাচারকাণ্ড ঘিরে।
লক্ষ লক্ষ পূণ্যার্থীর মতো প্রবেশ যাদবও গিয়েছিল মহাকুম্ভে। ২০২৫ সালের মহাকুম্ভের ধার্মিক মাহাত্ম্যও কম নয়। বলা হচ্ছে, ১৪৪ বছরে এমন বিরল যোগে মহাকুম্ভের আসর বসেছে। আর উত্তর প্রদেশের প্রয়াগরাজে সেই মহাকুম্ভে নিত্যদিনই কয়েক লক্ষ ভক্ত পূণ্যস্নান করছেন। ধর্মীয় বিশ্বাস রয়েছে, এই পূণ্যস্নানে পাপ ধোয়া হয়। সেই পূণ্যস্নান করতে গিয়েছিল প্রবেশও! প্রবেশকে ধরতে সেখানে গিয়েছিল পুলিশও।
২০২৩ সালের জুলাই থেকে গ্রেফতারি এড়িয়ে পলাতক ছিল প্রবেশ যাদব। তার বিরুদ্ধে মদ পাচারের অভিযোগ ছিল। ঘটনা ২০২৩ সালের ২৯ জুলাইয়ের। সেদিন ন্যাশনাল হাইওয়ে ১৯-এ গাড়ি চেক করছিল পুলিশ। তখনই আলোয়ার থেকে বিহারে যাওয়া ভেজার মদ উদ্ধার হয়েছিল। সেদিন প্রদীপ যাদব ও রাজ ডোমোলিয়া নামে ২ ব্যক্তি ভাদোহিতে গ্রেফতার হয়। ঘটনাস্থল থেকে গ্রেফতারি এড়িয়ে পালিয়ে যায় প্রবেশ যাদব। বহুদিন ধরে এরা সকলেই বিহারে ভেজা মদ পাটারকাণ্ডে জড়িত বলে খবর। এরা সকলেই আলোয়ারের বাসিন্দা। এদিকে, পুলিশের চোখে ধুলো দিয়ে সেদিন প্রবেশ গ্রেফতারি এড়ালেও, অদৃষ্টে তার ভাগ্যে লেখা হচ্ছিল অন্য কিছু! শেষমেশ পুলিশ বহু দিনের চেষ্টার পর প্রয়াগরাজের কুম্ভমেলা থেকে গ্রেফতার করল পলাতক প্রবেশকে।
প্রয়াগরাজের পুলিশ, প্রবেশকে ঘিরে নজরদারি রেখেছিল। আর এবার আর পুলিশের নজরে ধুলো দিতে পারেনি প্রবেশ। ফলে প্রয়াগরাজের সিভিল লাইন্স থেকেই গ্রেফতার হয়ে যায় প্রবেশ। পুলিশের এসপি অভিমন্যু মালিক জানিয়েছেন, রাজস্থানের আলোয়ারের বাসিন্দা এই প্রবেশ দেড় বছর ধরে ছিল পলাতক। শেষমেশ তাকে ঘরে গেল সঙ্গমনগরী প্রয়াগরাজে। তার বিরুদ্ধে আইপিসির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। প্রতারণা, জাল নথি, ভেজাল খাবার বিক্রি সহ একাধিক অভিযোগ রয়েছে প্রবেশের বিরুদ্ধে।