ঝপ করে বেড়ে গিয়েছে গ্যাসের দাম। একটাকা, দু টাকা নয়, একেবারে ৫০ টাকা বেড়ে গিয়েছে গ্যাসের দাম। মধ্যবিত্তের মাথায় হাত। এক ধাক্কায় গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে। এরপরই এনিয়ে এক্স হ্যান্ডেলে তীব্র কটাক্ষ করলেন বাংলার মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
তিনি লিখেছেন, ' বাহবা নন্দলাল
হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল।' তিনি লিখেছেন, বিজেপি সরকারের বিকাশের ভাবনা মনে হচ্ছে সাধারণ ভারতীয়দের পকেট থেকে একেবারে শেষ টাকাটাও কেড়ে নেবে। জরুরী ওষুধ থেকে পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস প্রতিটি প্রয়োজনই ধীরে ধীরে লাক্সারি হয়ে যাচ্ছে।
পরিবারগুলির সঞ্চয় কমছে, পাহাড়প্রমাণ ধার, এবার ঘরগৃহস্থালী বাজেটেও আঘাত হানছে সরকার। বিজেপি কেন্দ্রে সরকার চালাচ্ছে না, এরা মানুষের পকেট থেকে টাকা বের করে নিচ্ছে।' দাবি বাংলার মুখ্য়মন্ত্রীর।
বাস্তবিকই গ্যাসের দাম বৃদ্ধির জেরে সমস্য়ায় পড়বেন অনেকেই। বাজেট কিছুটা হলেও বাড়বে সাধারণ মানুষের। এমনটাই মনে করছেন অনেকে।
তবে এবার মুখ্যমন্ত্রীর এই পোস্টের পরেই পালটা এক্স হ্যান্ডেলে লিখেছেন বিজেপি নেতা অমিত মালব্য।