
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সংসদে বিরোধীদের পরিস্থিতি, কম সংখ্যক দিনের অধিবেশন, কোনও বিষয় নিয়ে পাল্টা প্রশ্ন করার সময় এবং সর্বোপরি তাড়াতাড়িতে বিল পাশ করানোর তাগিদ নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করে সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতেই নিজের অবস্থান স্পষ্ট করেন কংগ্রেস সাংসদ ও সংসদে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। গোটা বিষয়টিকে তুলে ধরতে মল্লিকার্জুন খার্গে গালিবের কবিতা আওড়ান।
উল্লেখ্য, বুধবার সংসদের শীতকালীন অধিবেশন শুরুর সময় সংসদের বিরোধী দলনেতা হিসাবে বক্তব্য রাখার সময় মল্লিকার্জুন খার্গে একাধিক বক্তব্য তুলে ধরেন। তার মধ্যে সংসদে কম সংখ্যক দিনের অধিবেশন, কোনও ইস্যুতে মত প্রকাশ ও প্রশ্ন করার সময়ের মতো বিষয় ছিল। মল্লিকার্জুন খার্গে বলেন, ‘মানুষের কথা বলতে গেলে কম সময় পাওয়ার মতো বিষয় রয়েছে। গরিবদের ইস্যু, শোষিতদের ইস্যু, কৃষক, এসসি, এসটি, মহিলাদের খারাপ অবস্থার ইস্যুগুলিকে দেখা হয়না। এই সংসদ আগে ১০০ দিন চলত, এখন ৬০ থেকে ৭০ দিনও চলে না।’ উল্লেখ্য, কেন্দ্রের তরফে বিভিন্ন বিল পেশ করার প্রসঙ্গ নিয়েও বক্তব্য রাখেন মল্লিকার্জুন খার্গে। প্রসঙ্গত, সংসদে শীতকালীন অধিবেশনের ১৭ দিনের মধ্যে ১৬ টি বিল পেশ করার পথে কেন্দ্র হাঁটছে বলে খবর। উল্লেখ্য, পিআরএস লেজিসলেটিভ রিসার্চের তথ্য অনুযায়ী ১৬ তম লোকসভা সিটিং এর ক্ষেত্রে ৩৩১ দিন অধিবেশন চলেছে, যেখানে অধিবেশন চলার গড় অঙ্ক ৪৬৮ দিন।
কর্ণাটক-মহারাষ্ট্র সীমান্ত সংঘাতে উত্তাল এলাকা, ৪০০ জন প্রতিবাদী আটক
ষোলতম লোকসভা চলার মোট ঘণ্টা অনুযায়ী সংখ্যা হল ১,৬১৫ ঘণ্টা, যে অঙ্কটি ২,৬৮৯ ঘণ্টা থেকে ৪০ শতাংশ কম। ২৬৮৯ ঘণ্টা হল অধিবেশনের গড় সময়কাল। উল্লেখ্য, এদিন রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের প্রশংসা শোনা গিয়েছে মল্লিকার্জুন খার্গের কণ্ঠে। তারই সঙ্গে কেন্দ্রের তরফে বিল পাশ করার তাড়াহুড়ো নিয়েও নানান বার্তা উঠে আসে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports