১৭ বছর পর বৃহস্পতিবার রায় ঘোষণা হবে মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণ মামলার। মুম্বইয়ের জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) বিশেষ আদালত ওই রায় দেবে। ২০০৮ সালে মহারাষ্ট্রের মালেগাঁও শহরে এক ভয়াবহ বিস্ফোরণে ৬ জন নিহত হন। জখম হন শতাধিক। ঘটনার তদন্তে নেমে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা বিজেপির প্রাক্তন সাংসদ সাধ্বী প্রজ্ঞা এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিতকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। সাধ্বী প্রজ্ঞার নামে নথিভুক্ত মোটরবাইকই বিস্ফোরণে ব্যবহৃত হয়েছিল। প্রসাদ পুরোহিত তাঁকে সাহায্য করেছিলেন বলে অভিযোগ। দুই অভিযুক্তই অবশ্য অভিযোগ অস্বীকার করেন। পরে ঘটনার তদন্তভার যায় এনআইএ-র কাছে। (আরও পড়ুন: বাণিজ্য চুক্তি নিয়ে ভারত-মার্কিন ষষ্ঠ দফার বৈঠক কবে? কেন চুক্তি করছেন না মোদী?)
আরও পড়ুন: ভারতের ওপর ২৫% শুল্ক চাপানোর পর ট্রাম্প নিলেন মোদীর নাম, উল্লেখ নয়া সময়সীমার
মালেগাঁও বিস্ফোরণ
২৯ সেপ্টেম্বর ২০০৮। মহারাষ্ট্রের নাসিক জেলার মালেগাঁওয়ের সংখ্যালঘু প্রধান ভিকু চক। চেনা ব্যস্ততাকে ছিন্নভিন্ন করে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে মুম্বই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরের মালেগাঁও। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৬ জন এবং আহত হন ১০০-র বেশি মানুষ। সেই সময় রমজান মাস চলছিল। মাঝে কেটে গিয়েছে ১৭ বছর। আজ, বৃহস্পতিবার সেই মালেগাঁও বিস্ফোরণ মামলার রায় ঘোষণা। চলতি বছরের ১৯ এপ্রিল এই মামলার সওয়াল-জবাব শেষ হয়েছে। তারপর রায়দান স্থগিত রেখেছিলেন বিশেষ বিচারক এ কে লাহোতি। আজ মুম্বইয়ের ওই বিশেষ আদালতে ভাগ্য নির্ধারণ হবে প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞার। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত, মেজর (অবসরপ্রাপ্ত) রমেশ উপাদ্যায়, সুধাকর চতুর্বেদী, অজয় রাহিরকর ও সুধকর ধর দ্বিবেদীরও। (আরও পড়ুন: বন্ধুত্ব গেল তেল বেচতে, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে দিবাস্বপ্ন দেখছেন ট্রাম্প)