ভাড়া না দেওয়ায় অভিযোগে মধ্যপ্রদেশের ভোপালে আম আদমি পার্টির অফিসে তালা ঝুলিয়ে বন্ধ করে দেওয়ায় শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, কয়েক মাস ধরে ভাড়া না দেওয়ায় আপের পার্টি অফিস বন্ধ দিয়েছেন খোদ বাড়ির মালিক। এই ঘটনার পর মধ্যপ্রদেশের বিজেপি নেতৃত্ব সরাসরি নিশানা করেছে আপ-কে। মধ্যপ্রদেশে দলের সংগঠন মজবুত করতে ভোপালে ঘর ভাড়া নিয়ে পার্টি অফিস খুলেছিল আম আদমি পার্টি। গত তিন মাস ধরে সেই ঘরের ভাড়া দেওয়া হয়নি বলে অভিযোগ। সেই জন্যই পার্টি অফিসে তালা দেওয়া হয়েছে বলে বাড়ির মালিক জানিয়েছেন।
এই বিষয়ে আপ-এর মধ্যপ্রদেশের সভাপতি রিনা আগরওয়াল বলেছেন, ‘ভোপালের অফিসে তালা দেওয়ার বিষয়টি আমি জানি না। আমি ভোপালের কর্মীদের থেকে বিষয়টি খোঁজ নেব।’ আপ-এর ভোপাল জেলা সভাপতিও বিষয়টি সম্পর্কে অবহিত নন বলে জানিয়েছেন। আম আদমি পার্টির মধ্যপ্রদেশের প্রাক্তন মুখপাত্র বলেছেন, ‘এই অফিসের কত ভাড়া, কতদিন তা দেওয়া হয়নি, সেই ব্যাপারে আমি কিছু জানি না।’ তবে ভাড়া দেওয়া না হলে ফান্ডের অভাবেই হয়নি বলে মনে করেন তিনি। (আরও পড়ুন: ১১ জনের বাংলাদেশি দলকে কলকাতায় পাঠাচ্ছে ইউনুসের সরকার, বিলাসবহুল হোটেলে হবে বৈঠক)
আরও পড়ুন: অনুপ্রবেশকাণ্ডে 'দোষ' মেনে নিয়ে 'রাগ' দেখাতে চাইছে বাংলাদেশ, উপদেষ্টা বললেন...
অন্যদিকে, ভাড়া না দেওয়ায় পার্টি অফিস বন্ধ হওয়া নিয়ে আপ-কে খোঁচা দিয়েছে বিজেপি। মধ্যপ্রদেশ বিজেপি-র মুখপাত্র নরেন্দ্র সালুজা এক্স- পোস্টে লেখেন, ‘আপ-এর মধ্যপ্রদেশের অফিস তালাবন্ধ, পরের নম্বর কংগ্রেসের।’ পাল্টা জবাবে মধ্যপ্রদেশের আম আদমি পার্টির যুগ্ম সম্পাদক বলেছেন, ‘আমরা সৎ বলেই এই সব ঘটেছে। অবস্থার পরিবর্তন হবে। এখন আমাদের পার্টির ফান্ড নেই। তাই আমরা কিছু করতে পারছি না।’ ২০২৩ সালের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে আপ ৬৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।কিন্তু সব আসনেই তারা হেরে যায়। সেই সময় মধ্যপ্রদেশে আপ মাত্র ০.৫৩% ভোট পেয়েছিল, যা নোটার হারের থেকেও কম।
আরও পড়ুন: ‘শিক্ষিত হলে গাড়ি চাপা পড়ার পরও সাক্ষাৎকার দেওয়া যায়’, খোঁচা যাদবপুরকাণ্ডে
সম্প্রতি বিজেপি-র কাছে পরাজিত হয়ে দিল্লিতে ক্ষমতাচ্যুত হয়েছে আম আদমি পার্টি।আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, দিল্লির প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ, সোমনাথ ভারতী এবং সত্যেন্দ্র জৈনরাও হেরে গিয়েছেন নিজেদের কেন্দ্রের। তার কিছুদিন পরই এই ঘটনায় মুখ পুড়ল আম আদমি পার্টির।