লাভ জিহাদের অভিযোগে মধ্যপ্রদেশের সাগর জেলায় সংঘর্ষ দুই সম্প্রদায়ের। এই ঘটনাকে ঘিরে ব্যাপক তাণ্ডব হয়েছে বিজেপি শাসিত এই রাজ্যে। রিপোর্টে দাবি করা হচ্ছে, লাভ জিহাদের অভিযোগ এনে এক সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন সাগর জেলায়। সেই বিবাদ হিংসাত্মক রূপ নেয়। বিক্ষুব্ধ জনতা এ ঘটনায় ভাঙচুর চালায়। উত্তেজিত জনতা কয়েকটি বাড়ি ও দোকানপাটে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি জানাজানি হতেই পুলিশ তৎপর হয়। বর্তমানে গোটা এলাকায় মোতায়েন রয়েছে বিশাল বাহিনী। (আরও পড়ুন: 'পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলেছে আন্তর্জাতিক ষড়যন্ত্রে', বিস্ফোরক বঙ্গ BJP সাংসদ)
আরও পড়ুন: দুই আইএসআই জঙ্গি মডিউলের পর্দাফাঁস, গ্রেফতার এক নাবালক সহ ১৩ জঙ্গি
জানা গিয়েছে, শুক্রবার রাতে সাগর জেলার সানৌধা থানা এলাকার সনউধা গ্রামের এক তরুণী বাড়ি থেকে পালিয়ে যান। জানা গিয়েছে, ভিন্ন সম্প্রদায়ের ছেলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সকালে মেয়েটির পরিবার সেই ভিনসম্প্রদায়ের ছেলের খোঁজ শুরু করে। পরে যখন স্থানীয়রা জানতে পারেন যে ছেলেটিও বাড়ি থেকে নিখোঁজ, তখন মানুষের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। এই ঘটনায় ক্ষুব্ধ একদল লোক লাভ জিহাদের অভিযোগ এনে হট্টগোল শুরু করে। এলাকায় বিক্ষুব্ধ জনতা জড়ো হয়। এরপরই উত্তেজিত জনতা বাড়ি ভাঙচুর শুরু করে। এ ঘটনায় বেশ কিছু বাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। (আরও পড়ুন: বাংলাদেশ ভাগের জল্পনার মাঝেই পার্তব্য চট্টগ্রাম নিয়ে চরম সতর্কতা আমেরিকার)
আরও পড়ুন: WAQF হিংসা নিয়ে মমতার সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে হুঙ্কার বিশ্ব হিন্দু পরিষদের