খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ করা হয়েছিল কানাডার এক খবরের চ্যানেলে। এই নিয়ে ফের তরজা শুরু হয় তাই। এই খলিস্তানি জঙ্গি খুনের পর থেকেই ভারত এবং কানাডার মধ্যে সম্পর্কে তিক্ততা দেখা দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর দেশের ঘরোয়া রাজনীতির স্বার্থে এই ইস্যুকে কাজে লাগাতে চাইছেন। এই আবহে সেখানকার শিখ ভোটব্যাঙ্ককে হাতে রাখতে বারবার ভারতের দিকে আঙুল তুলছেন তিনি। এদিকে 'ফাইভ আই' গোয়েন্দা গোষ্ঠীর সদস্য কানাডা। সেই গোষ্ঠীতে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডও আছে। এই আবহে এবার নিজ্জরকাণ্ডে কানাডার পেশ করা 'প্রমাণ' নিয়ে সন্দেহ প্রকাশ করল বন্ধুরাষ্ট্র নিউজিল্যান্ডই। (আরও পড়ুন: চিনে তিয়েনানমেন স্কোয়ারের কিছু দূরেই বিস্ফোরণ, অনেকের হতাহত হওয়ার আশঙ্কা)
আরও পড়ুন: ডিএ চমক রাজ্যের, ১২৪ কোটি ব্যয়ে সরকারি কর্মীদের খুশি করার চেষ্টা মুখ্যমন্ত্রীর
রিপোর্ট অনুযায়ী, নিউজিল্যান্ডের উপপ্রধানমন্ত্রী উইনস্টন পিটারস কানাডার পেশ করা প্রমাণের প্রেক্ষিতে নিজ্জর খুনের সঙ্গে ভারত যোগ থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। যার জেরে বন্ধুরাষ্ট্রের কাছে কার্যত মুখ পুড়ল কানাডার। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে পিটারস এই নিয়ে বলেন, 'দেখুন, এই ঘটনার সময় আমি ছিলাম না। আগের সরকার বিষয়টি দেখছিল। তবে ফাই আই গোষ্ঠীর থেকে যে তথ্য সামনে আসছে, তা শুধু আপনি শুনছেন। আপনি তা দেখতে পাচ্ছেন না। তাই সেই দাবি বা তথ্যের মান নিয়ে আপনার স্পষ্ট ধারণা থাকা সম্ভব নয়। আমি নিজে একজন আইনজীবী হয়ে বলছি, মামলা আছে। তবে প্রমাণ কোথায়? প্রমাণ কিন্তু নেই।'
আরও পড়ুন: দেশজুড়ে কার্যকর হয়েছে CAA, মমতা কি পারেন বাংলায় নাগরিকত্ব আইন আটকাতে?