কী যে হয়েছে বাংলাদেশে! যখন তখন যেখানে সেখানে ডিজিটাল বোর্ডে এমন কিছু লাইন ফুটে উঠছে যা দেখে চোখ কপালে ওঠার অবস্থা। একদিকে যখন পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধুর নাম নিশান মুছতে তৎপর বাংলাদেশের বর্তমান সরকার তখন একেবারে মসজিদের ডিজিটাল বোর্ডে ফুটে উঠল, জয় বাংলা স্লোগান। এদিকে সেখানে কেবলমাত্র মসজিদের নামই ফুটে উঠত। কিন্তু সেখানেই আচমকা দেখা যায় জয় বঙ্গবন্ধু লেখা।
মসজিদের ডিজিটাল বোর্ডে দেখা গেল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একেবারে চমকে ওঠার মতো ঘটনা। কালের কণ্ঠ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, নমাজের পরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, মসজিদের ডিজিটাল বোর্ডে লেখা ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বিডি ৭১ হ্যাকার। এই লেখা দেখা যায়।
মসজিদের ইমাম জানিয়েছেন, মাগরিবের নমাজের পরে প্রথমবার এই লেখাটি নজরে আসে। কেউ হ্যাকিংয়ের মাধ্যমে এটা করেছে। আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে ঠিক করার চেষ্টা করেছি।
এদিকে এই ঘটনা কে বা কারা করেছে তাদের খুঁজে বের করে শাস্তির দাবিও উঠছে। তবে এবারই প্রথম নয়। বদলের বাংলাদেশে আচমকাই বিভিন্ন ডিজিটাল বোর্ডে এই ধরনের লেখা ফুটে উঠছে। যা দেখে একেবারে চোখ চাপা দিচ্ছেন অনেকেই। যতই চেষ্টা হচ্ছে বঙ্গবন্ধুকে মুছে ফেলার ততই যেন অবাক কাণ্ড।
একের পর এক এই ধরনের ঘটনা।
বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সাধারণত কখন ট্রেন ছাড়বে বা কখন ট্রেন এসে পৌঁছবে সেই সংক্রান্ত তথ্য প্রদর্শন করার জন্য ডিজিটাল ডিসপ্লে বোর্ড রয়েছে বাংলাদেশের বিভিন্ন স্টেশনে। কমলাপুর রেলওয়ে স্টেশনে একেবারে তাজ্জব ঘটনা হয়েছিল। অশ্লীল ভিডিয়ো দেখা গিয়েছিল ডিসপ্লে বোর্ডে। যদিও রেল স্টেশনের ডিসপ্লে বোর্ডে এই ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগেও কমলাপুর সহ বেশ কয়েকটি স্টেশনে একই ঘটনা ঘটেছিল।
এদিকে গত ৫ অগস্ট আওয়ামী লিগ সরকারের পতন হয়েছিল। তারপরে কমলাপুর এবং খুলনা রেল স্টেশনের প্রবেশ মুখে দুবার ডিজিটাল ডিসপ্লে বোর্ডে বিতর্কিত বিষয় দেখা গিয়েছিল। গত ২৬ অক্টোবর সকালে কমলাপুর স্টেশনের প্রবেশপথের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লিগ জিন্দাবাদ’ লেখা ভেসে উঠেছিল।
এর আগে ১৪ ডিসেম্বর সন্ধ্যার পর খুলনা রেলস্টেশনের ডিজিটাল বোর্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে একটি লেখা প্রচার হয়েছিল। তাতে লেখা ছিল ‘ছাত্রলীগ আবার ভয়ঙ্কররূপে ফিরবে।’ আরও লেখা ছিল, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার ফিরবে।’