Joe Biden Gaffe: ভুল করে মেলোনিকে স্যালুট বাইডেনের? ভাইরাল ভিডিয়ো, স্ত্রী বলছেন, ‘সুস্থ আছেন’ মার্কিন প্রেসিডেন্ট
1 মিনিটে পড়ুন Updated: 15 Jun 2024, 02:11 PM ISTজি৭ সম্মেলনের ওই ভাইরাল ভিডিয়োয় কী দেখা গিয়েছে? কী বলছেন জিল বাইডেন?
জি৭ সম্মেলনের ওই ভাইরাল ভিডিয়োয় কী দেখা গিয়েছে? কী বলছেন জিল বাইডেন?
সামনেই মার্কিন মুলুকে নির্বাচন। সেখানে প্রচার পর্ব ঘিরে ক্রমেই পারদ চড়ছে। তারই মাঝে জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন এক সভা থেকে বলেন, তাঁর স্বামী জো বাইডেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসার জন্য সম্পূর্ণ রূপে সমর্থ। উল্লেখ্য, ৮১ বছর বয়সী জো বাইডেনকে নিয়ে একাধিক প্রশ্ন তুলছে বিরোধী শিবির। সদ্য জি সেভেন সম্মেলনে এক ভিডিয়োতে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা যায়, ইতালির প্রাইমমিনিস্টার জর্জিয়া মেলোনিকে স্য়ালুট করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরই তাঁর বয়সজনিত সুস্থতা নিয়ে ওঠে প্রশ্ন। যার পর ওই সভা থেকে জো বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে জবাব দেন স্ত্রী জিল বাইডেন।
মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে জিল বাইডেন মনে করান ২০১৬ সালে ট্রাম্পের জয়ের কথা। জিল বলেন, ‘আমরা ২০১৬ সালের নভেম্বর ৬ তারিখে যেভাবে আতঙ্কিত হয়ে সকালে উঠেছিলাম,সেভাবে আর উঠতে পারব না।’ জিল বলছেন, এবারের মার্কিন নির্বাচন মূলত, ‘দেশ যিনি চালাচ্ছেন, সেই নেতার চরিত্র ঘিরে নির্বাচন।’ এই বক্তব্য জিল বাইডেন দিয়েছেন এক সভায়।
এদিকে, জি ৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক অঙ্গভঙ্গি ঘিরে এক ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে দেখা যায়, জি ৭ সম্মেলনে ইতালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাকের পর কথা বলার সময়, মেলোনিকে দেখে মার্কিন প্রেসিডেন্ট কপালের কাছে হাত তোলেন। অনেকেরই দাবি, তিনি মেলোনিকে স্যালুট করেন। প্রশ্ন উঠতে থাকে ৮১ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট কতটা সুস্থ?