বিয়ের অনুষ্ঠান চলাকালীন ঘটল বিপত্তি। শীতের রাতে ঠান্ডায় অনুষ্ঠানের মাঝখানে জ্ঞান হারালেন বর। তার ফলে বরকে আর বিয়ে করতে রাজি হয়নি কনে। শেষ পর্যন্ত বিয়ে বাতিল হয়ে যায়। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দেওঘরে রবিবার। জানা গিয়েছে, বরের নাম অর্ণব। তিনি দেওঘরের ঘোরমারার বাসিন্দা। বিহারের ভাগলপুরের কনে অঙ্কিতার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল। তবে শেষমেষ কনের আপত্তিতে বিয়ের অনুষ্ঠান ভেস্তে যায়।
আরও পড়ুন: 'মায়ের বিয়েতে নিত-কনে’, বেশি বয়সে মল্লিকাকে বিয়ের পিঁড়িতে বসতে সাহস দেয় মেয়েই
সাধারণত বর বিয়ে করতে যায় কনের বাড়িতে। এটাই চিরাচরিত ঐতিহ্য। কিন্তু, এক্ষেত্রে বিয়ের আয়োজন করা হয়েছিল পুরো উল্টোভাবে। বরের পরিবর্তে কনেকে নিয়ে বাড়ির লোকজন আসে বরের বাড়িতে। রবিবার রাতে তারা কনেপক্ষ অর্ণবের বাড়িতে আসে। যদিও অঙ্কিতা প্রথম থেকেই এর বিরোধিতা করেছিলেন। ঐতিহ্য না মানা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি নিয়ম মেনেই বিয়ে করতে চেয়েছিলেন। তবে শেষমেষ কনের লোকজন বরের বাড়িতে পৌঁছতেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। আচার-অনুষ্ঠান মেনে বিবাহের সূচনা করা হয়। মালা বদল থেকে শুরু করে অন্যান্য সব আচারের আয়োজন করা হয়। ঠাণ্ডা আবহাওয়ায় বাইরেই বিয়ের অনুষ্ঠান চলছিল। বর এবং কনের লোকজন রাতের ভোজ খাওয়ার পর বিয়ের অনুষ্ঠান শুরু হয়। পুরোহিত বিয়ের মন্ত্র উচ্চারণ করতে শুরু করেন। সেই সময় ঘটে বিপত্তি। আচমকা বর কাঁপতে শুরু করেন এবং অবশেষে তিনি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন ।