ক্যামেরার সামনে বসা ফাদি একটি কথা বলছিলেন। গোটা বাক্য তখনও শেষও হয়নি। তাঁর বাড়িতে তার মাঝেই আছড়ে পড়ে মিসাইল।অভিযোগ, সেটি ইজরায়েলি মিসাইল। তীব্র আওয়াজে তখন সব কিছু চুরমার।
চলছিল লাইভ সাক্ষাৎকার। হঠাৎই একটি বিকট আওয়াজ। তারপরই চিৎকার। এই ঘটনা লেবাননের সাংবাদিক ফাদি বাউডিয়াকে ঘিরে। মিরায়া ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের প্রধান এডিটর ফাদি। তাঁর বাড়িতেই আছড়ে পড়ে ইজরায়েলের মিসাইল।
মিসাইল যখন আছড়ে পড়েছে বাড়িতে, সাংবাদিক ফাদি তখন কর্তব্যরত অবস্থায়। চলছিল একটি সাক্ষাৎকার। তাও আবার লাইভ সাক্ষাৎকার। ক্যামেরার সামনে বসা ফাদি একটি কথা বলছিলেন। গোটা বাক্য তখনও শেষও হয়নি। তাঁর বাড়িতে তার মাঝেই আছড়ে পড়ে ইজরায়েলের মিসাইল। তীব্র আওয়াজে তখন সব কিছু চুরমার। সে ঘটনা ভিডিয়োয় দেখা গিয়েছে। সঙ্গে সঙ্গে শোনা যায় বিস্ফোরণের আওয়াজ। ফাদির কণ্ঠে তীব্র চিৎকার শোনা গিয়েছে ভিডিয়োয়। তবে জানা গিয়েছে, এই ঘটনায় খুব অল্প বিস্তর চোট আঘাত লেগেছে ফাদির।